ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে ব্যবসায়ীর গলাকাটা বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:৫৫, ৩১ মে ২০১৭

নরসিংদীতে ব্যবসায়ীর গলাকাটা বস্তাবন্দী লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ৩০ মে ॥ নিখোঁজের তিনদিন পর জুয়েল মিয়া নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বস্তাবন্দী গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শিবপুর মডেল থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় নিহতের বাড়িসংলগ্ন কাঁঠাল বাগানের পাশের একটি জঙ্গল থেকে বস্তাবন্দী অবস্থায় গলাকাটা লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় ইউপি মেম্বার কাদির মিয়াকে আটক করা হয়েছে। নিহত জুয়েল মিয়া শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের ছোটাবন্ধ গ্রামের রবিমিয়ার পুত্র এবং শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানার ভাসুর পুত্র। সে গত শনিবার রাত সাড়ে ৮টায় বাড়িসংলগ্ন একটি দোকান থেকে মশার কয়েল নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ কাদির মেম্বারের ছেলে ফটিক মিয়া তাকে ধরে নিয়ে যায়। নিহতের চাচা কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজধানীর খিলগাঁও কলেজের অধ্যক্ষ সৈয়দ ফজলুর রহমান জানান, পূর্বশত্রুতার জের হিসেবে কাদির মেম্বার ও তার ছেলে ফটিক মিয়ার সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি ইতোপূর্বে মীমাংসা করে দেয়ার পরেও ফটিক এ ঘটনাটি ঘটায়। শিবপুর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
×