ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যাবজ্জীবন ১

এসআই হুমায়ুন হত্যায় স্ত্রীসহ ২ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৭:২৪, ৩১ মে ২০১৭

এসআই হুমায়ুন হত্যায় স্ত্রীসহ ২ জনের মৃত্যুদণ্ড

কোর্ট রিপোর্টার ॥ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির হত্যা মামলায় তার স্ত্রী রহিমা সুলতানা রুমিসহ দুইজনের মৃত্যুদ- এবং একজনের যাবজ্জীবন কারাদ-ের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার ঢাকার ৪ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত অপর আসামিরা হলো- রহিমার সহযোগী মোঃ রাফা ও মিষ্টি। যাবজ্জীবন দ-প্রাপ্ত হলেন, মিষ্টির স্ত্রী মোসাম্মত রিয়া। যাবজ্জীবন দ-প্রাপ্তের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশও দিয়েছেন আদালত। নিহতের স্ত্রী মৃত্যুদ-প্রাপ্ত রুমি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিনিয়র নার্স ছিলেন। আসামিদের মধ্যে মৃত্যুদ-প্রাপ্ত রহিমা কারাগারে রয়েছেন এবং অপর আসামিরা পলাতক রয়েছেন। শাহআলী থানা পুলিশের তৎকালীন এসআই হুমায়ুন কবির (৩৪) ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর মিরপুর মডেল থানাধীন ১০৫০/৩, পূর্ব মনিপুর কাঁঠালতলার ভাড়া বাড়িতে নিহত হন। ওই ঘটনায় পরদিন নিহতের ভাই মোঃ বজলুর রশিদ মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
×