ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণি (৫ম অধ্যায় )

প্রকাশিত: ০৬:৫২, ৩১ মে ২০১৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণি (৫ম অধ্যায় )

সিনিয়র শিক্ষক, বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা প্রশ্ন ঃ ই-মেইল ঠিকানা খোলার পদ্ধতি বর্ণনা কর । উত্তর ঃ ই-মেইল কথাটির মানে হলো ‘ইলেক্ট্রনিক মেইল’ বা ইলেক্ট্রনিক চিঠি। ই-মেইলের মাধ্যমে আমরা কোনো লেখা বা ছবি অন্য যে কোন ইমেইল ঠিকানায় ইলেক্ট্রনিকভাবে পাঠাতে পারি। ই-মেইল ঠিকানা খুলতে গেলে প্রথমেই আমাদেরকে ঠিক করতে হবে কোন ই-মেইল সেবাদাতার মাধ্যমে ইমেইল ঠিকানা খুলব। ই-মেইল ঠিকানা খোলার জন্য অনেকগুলো জনপ্রিয় সাইট রয়েছে । যেমন ঃ ইয়াহু-মেইল , জি-মেইল, হট-মেইল ইত্যাদি। ই-মেইল ঠিকানা খোলার জন্য প্রথমে কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হতে হবে। এরপর কম্পিউটারের ওয়েবব্রাউজারটি চালু করে পছন্দের সেবাদাতা সাইটটিতে প্রবেশ করতে হবে। উদাহরণস্বরুপ ইয়াহুর সার্ভিস ব্যবহার করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে । (১) ইয়াহুর ওয়েব ঠিকানায় যেতে হবে ঃ যঃঃঢ়://িি.িুধযড়ড়.পড়স (২) “ গধরষ ” লেখার উপর ক্লিক করতে হবে । (৩) নিচের দিকে যেখানে “ ঈৎবধঃব অপপড়ঁহঃ ” লেখা সেখানে ক্লিক করতে হবে । (৪) “ ঈৎবধঃব অপপড়ঁহঃ ” -এ ক্লিক করলে একটি ফরম আসবে । (৫) ফরমটি পূরণ করতে হবে । এবং সকল তথ্য ইংরেজিতে দিতে হবে ঃ (ক) ঋরৎংঃ হধসব লেখা বক্সে নামের প্রথম অংশ লিখতে হবে এবং ষধংঃ হধসব লেখা অংশে নামের শেষ অংশ লিখতে হবে। (খ) ‘ ণধযড়ড় ঁংবৎহধসব ’ লেখা বক্সে ণধযড়ড় ওউ দিতে হবে । (র) আইডির দৈর্ঘ্য ৪-৩২ ক্যারেক্টারের মধ্যে হওয়া বাঞ্ছনীয় । এক্ষেত্রে ইয়াহুর পরামর্শ দেখা যেতে পারে । (রর) আইডিটি সহজ-সরল ও বোধগম্য রাখার চেষ্টা করতে হবে । (ররর) আইডি লেখার নমুনা ঃ ৎড়নরহথনধভংশ@ুধযড়ড়সধরষ.পড়স গ. একটি পাসওয়ার্ড টাইপ করতে হবে । পাসওয়ার্ডটি ৬-৩২ টি বর্ণ , সংখ্যা ,ও বিশেষ চিহ্নের মধ্যে রাখতে হবে । ঘ. সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা হলে “ ঈৎবধঃব অপপড়ঁহঃ ” ক্লিক করতে হবে । এ কাজগুলো সঠিকভাবে হয়ে গেলে একটি ঊ-সধরষ ওউ খোলা হয়ে যাবে ।
×