ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ নাড়িয়ে দেবে ॥ সাঙ্গাকারা

প্রকাশিত: ০৬:৪৭, ৩১ মে ২০১৭

বাংলাদেশ নাড়িয়ে দেবে ॥ সাঙ্গাকারা

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে ‘ডার্ক হর্স’ বলে অভিহিত করেছেন লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। মাশরাফি বিন মর্তুজার দল প্রতিপক্ষ দলগুলোকে নাড়িয়ে দেবে বলেই মনে করেন তিনি। সম্প্রতি তার দেশ শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ছয় নম্বরে উঠে এসেছে টাইগাররা। সাঙ্গাকারা বলেন, ‘বাংলাদেশ আসলে ডার্ক হর্স। তারা অনেক আশা ও প্রতিশ্রুতি নিয়ে এই টুর্নামেন্টে এসেছে। প্রধান কোচ হাতুরে সিংহের অধীনে গত দু-বছরে দলের দ্রুত উন্নতি হয়েছে। তিনি সৌভাগ্যবান যে সাফল্যের জন্য খুবই ক্ষুধার্ত এক ঝাঁক প্রতিভাবান ক্রিকেটার পেয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কোন দলকেই ওরা নাড়িয়ে দেবে।’ প্রতিপক্ষের জন্য বাংলাদেশকে বড় হুমকি হিসেবেই দেখছেন আইসিসির দ্বিতীয় বৃহত্তর (ওয়ানডে) ইভেন্টটির শুভেচ্ছা দূত সাঙ্গাকারা, ‘বর্তমানে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস ও ম্যাচ সচেতনতা বেড়েছে। কীভাবে জিততে হয় শিখছে এবং এটাই তাদের খুব বিপজ্জনক প্রতিপক্ষ হিসেবে পরিণত করেছে। আমি জানি না তারা শেষ পর্যন্ত (ফাইনাল) যেতে পারবে কি না, ওয়ানডে বা টি২০ ফরমেটে কোনো দলকে নিয়েই সেটি নিশ্চিত করে বলা যায় না। কিন্তু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যে অন্য টিমগুলোর জন্য যে বাধা হয়ে দাঁড়াবে, সে ব্যাপারে আমি নিশ্চিত।’ সবশেষ আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ছয় নম্বরে ?ওঠার গৌরব অর্জন করে টিম-বাংলাদেশ। আমলার দখলে... স্পোর্টস রিপোর্টার ॥ ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে বিরাট কোহলি প্রথমে রেকর্ড গড়বেন আর পরে হাশিম আমলা সেটি ভাঙবেন! কয়েক বছর ধরে এমন চিত্রই দেখছে ক্রিকেটবিশ্ব। এর আগে সবচেয়ে কম ম্যাচ খেলে তিন ও চার হাজার রানের রেকর্ডটি আমলার দখলে নিয়েছিলেন। ধারাবাহিকতা রক্ষায় পাঁচ হাজার রানের রেকর্ডটিও কোহলির কাছ থেকে কেড়ে নেন প্রোটিয়া ব্যাটসম্যান। এরপর কম ম্যাচে ছয় হাজার রানের রেকর্ড গড়েন ভারতীয় ব্যাটিং জিনিয়াস কোহলি। আমলার কাছে সেটিও হারাতে হলো তাকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হাফ সেঞ্চুরির (৫৫) মধ্য দিয়ে কোহলির গড়া সবচেয়ে কম ম্যাচ খেলে এবার সাত হাজার রানের রেকর্ডটিও কেড়ে নিয়েছেন আমলা। সাত হাজার রান করতে কোহলির লেগেছিল ১৬১ ম্যাচ। তার চেয়ে ১১ ম্যাচ কম খেলেই রেকর্ডটা দখলে নিয়েছেন আমলা। প্রোটিয়া উইলোবাজের চোখ এখন সতীর্থ এবি ডি ভিলিয়ার্সের রেকর্ডের দিকে। ১৮২ ওয়ানডেতে আট হাজার রান পূর্ণ করেন এবি। সেই রেকর্ড ভাঙতে আরও ৩১টি ম্যাচ পাচ্ছেন আমলা।
×