ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেট লীগ

এককভাবে শীর্ষে আবাহনী

প্রকাশিত: ০৬:৪৬, ৩১ মে ২০১৭

এককভাবে শীর্ষে আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ লড়াইটা ছিল সেরা অবস্থানে যাওয়ার। সেই লড়াইয়ে বিকেএসপির ৩ নম্বর মাঠে গত আসরের রানার্সআপ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দিয়েছে আবাহনী লিমিটেড। গত আসরের চ্যাম্পিয়নরা মঙ্গলবার ৭ উইকেটের বড় ব্যবধানে দোলেশ্বরকে হারিয়ে এখন ২২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) অপর ম্যাচে বিকেএসপির ৪ নম্বর মাঠে শেখ জামাল ধানম-ি ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ পরাজয়ে রানার্সআপ হওয়ারও আর কোন সুযোগ নেই জামালের। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যে ফতুল্লায় দিনের অপর ম্যাচটি বৃষ্টির কারণে অনুষ্ঠিত হতে পারেনি। সবার নজর ছিল আবাহনী-দোলেশ্বর ম্যাচের দিকে। কিন্তু আবাহনীর পেসারদের দাপটে দোলেশ্বর ব্যাটসম্যানরা কোনঠাসা হয়ে পড়েন। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তবে চার নম্বরে নেমে মার্শাল আইয়ুব প্রতিরোধ গড়েন। যদিও তাকে কেউ সঙ্গ দিতে পারেননি আবু জায়েদ রাহী ও মোহাম্মদ সাইফুদ্দিনের তোপের মুখে। মার্শাল ৮৩ বলে মাত্র ১ চার হাঁকিয়ে সর্বোচ্চ ৫৭ রান করে বিদায় নেন। ৯ উইকেটে মাত্র ১৮৯ রান সংগ্রহ করে দোলেশ্বর। রাহী ৩টি এবং সাইফুদ্দিন ও মনন শর্মা দুটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে মাত্র ২০ রানের মাথায় ফর্মের তুঙ্গে থাকা ওপেনার লিটন দাসের (৯) উইকেট হারায় আবাহনী। তবে এতে কোন সমস্যাই হয়নি। সাদমান ইসলাম ও সাইফ হাসান দুর্দান্ত ব্যাটিং করে উভয়ে অর্ধশতক হাঁকান। সাদমান ৭৮ বলে ৪ চার ও ১ ছয়ে ৬৫ এবং সাইফ ৯৭ বলে ৯ চার ও ২ ছক্কায় ৮০ রান করে বিদায় নেন। তাদের ১৩২ রানের জুটি আবাহনীর জয়কে সহজ করে দেয়। শেষ পর্যন্ত ৩৬.৩ ওভারে ৩ উইকেটে ১৯৩ রান তুলে ৭ উইকেটের জয় পায় তারা। এ জয়ে ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে এখন এককভাবে শীর্ষে শিরোপা প্রত্যাশী আবাহনী। আর সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে এখন কিছুটা পিছিয়ে পড়ল দোলেশ্বর। তবে গাজী ও প্রাইম ব্যাংকের ম্যাচটি বৃষ্টিতে অনুষ্ঠিত হয়নি। সেই ম্যাচের ফলাফল হলে নিশ্চিত হবে আবাহনীর অবস্থান। কারণ গাজীও ১৩ ম্যাচে ২০ পয়েন্ট। জামাল-মোহামেডান ম্যাচটি উভয় দলের জন্য ছিল গুরুত্বপূর্ণ। কারণ হারলেই সব লড়াই থেকে ছিটকে যেতে হবে। সেই ম্যাচে জামালের জিয়াউর রহমান বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকালেন। কিন্তু তিনি ছাড়া আর কোন ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেননি। জিয়া ৮৫ বলে ৬ চার ও ৯ ছক্কায় ১০৩ রান করে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ৪৫ ওভারে ১৯৭ রানেই শেষ হয় শেখ জামালের ইনিংস। জবাব দিতে নেমে ৮৬ রানের উদ্বোধনী জুটি পায় মোহামেডান। শামসুর রহমান মাত্র ৫৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৯ এবং সৈকত আলী ৩৬ বলে ৬ চার ও ১ ছয়ে ৩৭ রান করে সাজঘরে ফেরেন। এরপর খুব বড় ইনিংস কেউ খেলতে না পারলেও জয় পেতে সমস্যা হয়নি মোহামেডানের। ৩০.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রান করে জয় ছিনিয়ে নেয় তারা।
×