ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি সারল বাংলাদেশ-ভারত

প্রকাশিত: ০৬:৪৬, ৩১ মে ২০১৭

প্রস্তুতি সারল বাংলাদেশ-ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ প্রস্তুতি ম্যাচ বলে ব্যাট হাতেই নামলেন না বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিংরা। কিন্তু এরপরও বাংলাদেশী বোলারদের দৈন্যই প্রকাশ পেল। এ তিন অপরিহার্য ব্যাটসম্যানকে ছাড়াই ৭ উইকেটে ৩২৪ রানের বড় সংগ্রহ গড়েছে ভারত। কেনিংটন ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ের আগে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে এত বড় ইনিংস পেয়েছে ভারতীয় দল। বাংলাদেশের বোলিংয়ে প্রাপ্তি বলতে পেসার রুবেল হোসেনের দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট শিকার। টস জিতেই আগে ভারতীয়দের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। এদিন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মাঠেই নামেননি। সাকিব আল হাসান দিয়েছেন নেতৃত্ব। শুরুটা দারুণ এনে দিয়েছিলেন রুবেল, ইনিংসের দ্বিতীয় ওভারেই বোল্ড করে সাজঘরে ফেরান রোহিত শর্মাকে (১)। অজিঙ্কা রাহানেকেও বেশিদূর যেতে দেননি মুস্তাফিজুর রহমান, বোল্ড করে ফিরিয়ে দেন দলীয় ২১ রানের সময়। তবে এরপর ১০০ রানের জুটি গড়ে ভারতকে কক্ষপথে আনেন শিখর ধাওয়ান ও দিনেশ কার্তিক। ধাওয়ান ৬৭ বলে ৭ চারে ৬০ রানে সাজঘরে ফিরলেও দিনেশ ছিলেন দারুণ আগ্রাসী। তিনি মাত্র ৭৭ বলে ৮ চার ও ১ ছক্কায় ৯৪ রান করে স্বেচ্ছাবসরে যান। পরে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। তিনি ৫৪ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৮০ রানে অপরাজিত থাকলে ৭ উইকেটে ৩২৪ রানের বড় সংগ্রহ পায় ভারত। মুস্তাফিজসহ অন্যদের ব্যর্থতার মাঝে রুবেল দারুণ বোলিং করে ৯ ওভারে ৫০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। প্রথমদিকে মুস্তাফিজ ও সানজামুল ইসলাম ভাল বোলিং করলেও পরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সানজামুল দুটি উইকেট শিকার করেন, কিন্তু ৯ ওভারে খরচ করেছেন ৭৪ রান। সাকিব ও তাসকিন আহমেদ এ ম্যাচেও বল হাতে তুলাধোনা হয়েছেন। মিতব্যয়িতা দেখাতে পেরেছেন শুধু তরুণ মেহেদি হাসান মিরাজ। তিনি ৯ ওভারে ১ মেডেনসহ মাত্র ৩৯ রান দেন।
×