ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনে জোকোভিচ-নাদালের উড়ন্ত সূচনা

পিসকোভা, মুগুরুজার সহজ জয়

প্রকাশিত: ০৬:৪৫, ৩১ মে ২০১৭

পিসকোভা, মুগুরুজার সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সাত বছর আগে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন ফ্রান্সেসকা শিয়াভোন। এরপর থেকে আর ফাইনালেই খেলতে পারেননি। ইতালির এ ৩৬ বছর বয়সী টেনিস তারকা চলতি বছরের ফরাসী ওপেন থেকে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন। তাকে হারিয়েছেন চার নম্বর বাছাই স্পেনের গারবিন মুগুরুজা। এছাড়া বিশ্বের এক নম্বর এ্যাঞ্জেলিক কারবার বিদায় নিলেও দুই নম্বর বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা সহজ জয় তুলে নিয়েছেন। জিতেছেন ক্যারোলিন ওজনিয়াকি, ক্রিস্টিনা মাদেনোভিচ, এলেনা ভেসনিনা, এলিনা ভিতোলিনা ও আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভারা। অপরদিকে, পুরুষ এককে সহজ জয়ে শুরু করেছে ফরাসী ওপেনের সম্রাট স্পেনের রাফায়েল নাদাল ও বিশ্বের দুই নম্বর সার্বিয়ার নোভাক জোকোভিচ। গত বছর ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ড থেকে সরে দাঁড়িয়েছিলেন নাদাল। কব্জির ইনজুরিটা ভুগিয়েছিল। এবার তিনি ভালভাবেই ফিরেছেন প্যারিসে। কারণ, বছরের দ্বিতীয় গ্র্যান্ড সøামে নামার আগে তিনি জিতে এসেছেন বার্সিলোনা, মন্টিকার্লো ও মাদ্রিদ ওপেন। শুধু রোম মাস্টার্স পারেননি। আর বছরের শুরুতেই প্রথম গ্র্যান্ড সøাম আসর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার ফরাসী ওপেনের অন্যতম ফেবারিট হিসেবেই খেলছেন নাদাল। এবার প্রথম রাউন্ডে তিনি মাত্র দুই ঘণ্টা লড়েছেন ৪৫ র‌্যাঙ্কিংধারী স্বাগতিক ফ্রান্সের তরুণ বেনো পেইরের বিরুদ্ধে। জিতেছেন সরাসরি ৬-১, ৬-৪ ও ৬-১ সেটে। ক্যারিয়ারের দশম ফ্রেঞ্চ ওপেন ট্রফির সন্ধানে আসা এ স্প্যানিশ তারকার শুরুটা ভালই হলো। জয়ের পর নাদাল বলেন, ‘গত বছর যা ঘটেছে সেটার পর আবার এখানে ফিরতে পেরে আমি খুশি। ভাল একটা সমর্থন পাচ্ছি এটা দারুন লাগছে। শুরুতেই জয় পাওয়া সবসময়ই খুব ভাল বিষয়। অবশ্যই, সে প্রতিপক্ষ হিসেবে প্রথম রাউন্ডে খুব সহজ কেউ নয়। এ বছর ইতোমধ্যেই দারুন কিছু জয় তুলে নিয়েছে সে। তাই খুব আরামদায়ক প্রতিপক্ষ নয় তিনি।’ আপাতত শুধুমাত্র চলতি আসরের জন্য কোচ হিসেবে কিংবদন্তি আন্দ্রে আগাসিকে নিয়োগ করেছেন সার্বিয়ার জোকোভিচ। গত বছর ফরাসী ওপেন জিতেছিলেন এ সার্বিয়ান তারকা। তিনিও দারুণ জয় তুলে নিয়েছেন। স্পেনের মারসেল গ্রানোলার্সকে হারিয়েছেন ৬-৩, ৬-৪, ৬-২ সেটে। এছাড়া জিতেছেন উরুগুয়ের ২২ নম্বর বাছাই পাবলো কুয়েভাস, ২৪ নম্বর বাছাই ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েট, ৩০ নম্বর বাছাই স্পেনের ডেভিড ফেরার, ৭ নম্বর বাছাই ক্রোয়েশিয়ার মারিন চিলিচ ৬-৩, ৬-৩, ৬-৩ সেটে লাটভিয়ার আর্নেস্টস গুলবিসকে, ৫ নম্বর বাছাই কানাডার মিলোস রাওনিচ ৬-৩, ৬-৪, ৬-২ সেটে বেলজিয়ামের স্টিভ ডারসিচের বিরুদ্ধে, ১০ নম্বর বাছাই বেলজিয়ামের ডেভিড গোফিন, ১৭ নম্বর বাছাই রবার্টো বাতিস্তা আগুট। মহিলাদের বিভাগে সাবেক চ্যাম্পিয়ন শিয়াভোনকে বিদায় দিয়েছেন মুগুরুজা। স্পেনের এ চার নম্বর বাছাই সরাসরি ৬-২, ৬-৪ সেটে জয় তুলে নেন। চলতি মৌসুমে এটি ক্লে কোর্টে তার সবেমাত্র চতুর্থ জয়। আগামী মাসেই ৩৭ বছরে পা দিতে যাওয়া শিয়াভোনের এটিই সর্বশেষ ফ্রেঞ্চ ওপেন। সেখানে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হলো তাকে। মুগুরুজা তৃতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে দ্বিতীয় পর্বে খেলবেন এস্তোনিয়ার এ্যানেট কন্টাভেটের বিরুদ্ধে। র‌্যাঙ্কিংয়ের সেরা দশে থাকার জন্য অন্তত ফাইনাল খেলতে হবে তাকে এ বছর। দ্বিতীয় বাছাই পিসকোভা চীনের অবাছাই ঝেং সাইসাইকে উড়িয়ে দিয়েছেন ৭-৫, ৬-২ সেটে। ১১ নম্বর বাছাই ডেনিশ সুন্দরী ওজনিয়াকি ৬-৪, ৩-৬, ৬-২ সেটে অস্ট্রেলিয়ার জেমি ফুরলিসকে, ৫ নম্বর বাছাই ইউক্রেনের ভিতোলিনা ৬-৪, ৬-৩ সেটে কাজাখস্তানের ইয়ারোসøাভা শিভেডোভাকে, ১৪ নম্বর বাছাই রাশিয়ার এলেনা ভেসনিনা ৬-২, ৩-৬, ৬-৪ সেটে ব্রাজিলের বিয়াট্রিজ হাদ্দাদ মাইয়াকে, ১৩ নম্বর বাছাই ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচ ৩-৬, ৬-৩, ৯-৭ সেটে যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্রাডিকে হারিয়ে দেন। তবে লুসি সাফারোভা, জেলেনা জাঙ্কোভিচ, দারিয়া গাভ্রিলোভা, আন্দ্রেয়া পেটকোভিচ, মোনিকা নিকোলেস্কু, ইরিনা বেগু ও ডোনা ভেকিচরা বিদায় নিয়েছেন।
×