ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বার্সিলোনার নতুন কোচ ভালভার্ডে

প্রকাশিত: ০৬:৪৩, ৩১ মে ২০১৭

বার্সিলোনার নতুন কোচ ভালভার্ডে

স্পোর্টস রিপোর্টার ॥ সব একপ্রকার চূড়ান্তই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতার। শেষ পর্যন্ত সেটাও সেরে নিয়েছে বার্সিলোনা। আর্নেস্টো ভালভার্ডের হাতেই মেসি-নেইমার-সুয়ারেজদের দায়িত্ব অর্পণ করেছে কাতালান ক্লাবটি। সোমবার ভালভার্ডেকে কোচ হিসেবে চূড়ান্ত নিয়োগ দিয়েছে বার্সা। দুই বছরের জন্য কাতালানদের কোচ হলেন ৫৩ বছর বয়সী সাবেক এই স্প্যানিশ ফরোয়ার্ড। আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভালভার্ডেকে পরিচয় করিয়ে দেয়া হবে। আগামী মৌসুমে স্প্যানিশ লা লিগা, চ্যাম্পিয়ন্স লীগ পুনরুদ্ধারে কাজ করবেন গত সপ্তাহে এ্যাথলেটিক বিলবাওকে বিদায় জানানো ভালভার্ডে। নতুন কোচকে স্বাগত জানিয়েছে বার্সার সবাই। এক্ষেত্রে এগিয়ে আছেন সুপারস্টার লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কোচের সঙ্গে ভালভাবে কাজ করার প্রত্যয় জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। শুধু তাই নয়, মেসি স্মরণ করেছেন সদ্য বিদায়ী কোচ লুইস এনরিকেকেও। মেসি বলেন, এনরিকের জন্য আমার শুভকামনা রইল। আশা করছি তার ভবিষ্যত পথচলা সুন্দর হবে। সাবেক ফিফা সেরা তারকা আরও বলেন, গত কয়েক বছর সে আমাদের সঙ্গে ছিল। সময়গুলো সুন্দর ছিল। আমাদেরকে অনেক ভাল মুহূর্ত উপহার দিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ ও অভিনন্দন। গত মার্চেই ন্যু ক্যাম্প ছেড়ে দেয়ার ঘোষণা দেন এনরিকে। বার্সিলোনাকে নয়টি শিরোপা জেতানো এই কোচ আর তার চুক্তির মেয়াদ বাড়াতে চাননি। এরপর থেকেই বার্সার কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন ভালভার্ডে। অবশেষে নিজেদের ওয়েবসাইটে এনরিকের উত্তরসূরি হিসেবে ভালভার্ডেকে নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছে বার্সা। ২০১৩ সালে এ্যাথলেটিক বিলবাওয়ের কোচ হন ৫৩ বছর বয়সী ভালভার্ডে। বার্সিলোনা, এ্যাটলেটিকো মাদ্রিদের দাপটে বিলবাওকে লা লিগা জেতাতে না পারলেও ২০১৫ সালে দলটিকে সুপার কাপ জেতান ভালভার্ডে। দুই লেগের ফাইনালে এই বার্সিলোনাকে ৫-১ গোলে হারায় বিলবাও। ওই বছর কোপা ডেল রের ফাইনালেও ওঠে ভালভার্ডের দল। তবে সেই লড়াইয়ে বার্সার কাছে ৩-১ গোলে হেরে যায় বিলবাও। খেলোয়াড় হিসেবে অবশ্য আর্নেস্টো ভালভার্ডের ক্যারিয়ারটা মোটেও জুতসই নয়। ১৯৮৬ সালে এ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে এস্পানিওলের হয়ে লা লিগায় অভিষেক হয় তার। ১৯৮৮ সালে যোগ দেন বার্সিলোনায়। ইয়োহান ক্রুইফের দলে বেশিরভাগ সময়ই সাইডবেঞ্চে কাটিয়েছেন ভালভার্ডে। এখানে দুই মৌসুমে মাত্র ২২ ম্যাচ খেলেন তিনি করেন ৮ গোল। এরপর এ্যাথলেটিক বিলবাওয়ে যোগ দেন। ক্যারিয়ারের স্বর্ণসময়টা এখানেই কাটিয়েছেন তিনি। ছয় বছরের ক্যারিয়ারে ১৭০ ম্যাচে ৪৪ গোল করেন তিনি। খেলেছেন স্পেন জাতীয় দলের হয়েও। তবে সেটা মাত্র এক ম্যাচ। ২০১৪ সালে জেরোর্ডো মার্টিনোর স্থলাভিষিক্ত হন লুইস এনরিকে। ন্যু ক্যাম্পের দলটির হয়ে তিন মৌসুমে ৯টি শিরোপা জেতেন এই অস্ট্রিয়ান কোচ। তবে গত মার্চে ঘোষণা দেন যে, কোচ হিসেবে বার্সিলোনার সঙ্গে আর চুক্তি নবায়ন করতে চান না তিনি। এরই ধারাবাহিকতায় ভালভার্ডে হলেন বার্সার নতুন কোচ। ২০০১ সালে এ্যাথলেটিক বিলবাওয়ের সহকারী কোচ হিসেবে কোচিং পেশায় যাত্রা শুরু করেন তিনি। এখন পর্যন্ত কোনো দেশের জাতীয় দলের দায়িত্ব পালন না করা ভালভার্ডের এটিই সবচেয়ে বড় দলের কোচ হিসেবে যাত্রা শুরু। মেসি-নেইমারদের ‘বস’ হিসেবে কেমন করেন এখন এটাই দেখার।
×