ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা লাঞ্ছিত ॥ ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: ০৬:৩৫, ৩১ মে ২০১৭

মুক্তিযোদ্ধা লাঞ্ছিত ॥ ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩০ মে ॥ সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল হাইকে লাঞ্ছিত করায় উপজেলা ছাত্রলীগ সভাপতি শামীম আদম লিটনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সোমবার রাতে সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে ঢুকে নতুন তালিকায় বাবার নাম অন্তর্ভুক্ত না করায় আবদুল হাইকে শারীরিকভাবে লাঞ্ছিত করে একটি কক্ষে আটকে রাখেন লিটন। পরে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এদিকে লিটনের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ে অভিযোগ তুলে তার বহিষ্কারের খবরে স্বস্তি জানিয়েছে সুজানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, উপজেলা আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় এক নেতার আস্থাভাজন হওয়ায় লিটন সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে ঢাকা থেকে এ কমিটি পাস করিয়ে আনার পর এলাকায় ত্রাসের রাজত্ব শুরু করেন। লিটন তার অনুসারীদের কমিটিতে অন্তর্ভুক্ত করে সুজানগর উপজেলায় টেন্ডারবাজি, বালি মহল চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। উল্লেখ্য, সোমবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিম আদম লিটন তার বাবার নাম মুক্তিযোদ্ধা তালিকায় অন্তভুক্তিকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হাইকে লাঞ্ছিত করে। এ ঘটনায় তাৎক্ষণিক কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করে। গাইবান্ধায় নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩০ মে ॥ সাঘাটা উপজেলার টেপাপদুম শহর নয়াবন্দর আলাই নদীতে নিখোঁজ নূর বানুকে ২৫ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের চার ডুবুরি সদস্য বালু খেকোদের ফাঁদ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার গোপালপুর গ্রামের বাবু মিয়ার তিন শিশু সন্তানকে নিয়ে তার ছোট ভাইয়ের বউ শাপলা বেগম সাঘাটা উপজেলার টেপা পদুমশহর গ্রামের বাবা খয়বর রহমানের বাড়িতে গত রবিবার বেড়াতে আসেন। সোমবার দুপুরে নূর বানু (১৩), শাহনাজ (১০) ও শান্ত মিয়া (৭) নানার সঙ্গে বাড়ির অদূরে আলাই নদীতে গোসল করছিল। হঠাৎ তিন শিশু পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় ২ শিশু উদ্ধার হলেও নূর বানু নিখোঁজ হয়ে যায়। পরে গাইবান্ধা ফায়ার সার্ভিসের সদস্য (ডুবুরি) এসে প্রায় ২ ঘণ্টা উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এদিকে মঙ্গলবার আবারও ফায়ার সার্ভিসের ৪ সদস্য উদ্ধার কার্যক্রম চালিয়ে দুপুর ১২টায় শিশু নূর বানুকে উদ্ধার করে।
×