ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উদ্বোধনের আগেই সেতুতে ফাটল

প্রকাশিত: ০৬:৩২, ৩১ মে ২০১৭

উদ্বোধনের আগেই সেতুতে ফাটল

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৩০ মে ॥ ভরাডোবা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের ভাটাগাঁও আম্মাদের খালের ওপর নির্মিত সেতুতে উদ্বোধনের আগেই একাধিক ফাটল দেখা দিয়েছে। জানা গেছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সেতু বা কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় খালে একটি সেতু নির্মাণ করা হয়। সেতুটির ব্যয় হয়েছে প্রায় ৫৪ লাখ ৪ হাজার টাকা। সেতুটি নির্মাণ করে ময়মনসিংহ ১১১, শিববাড়ী এবি গুহ রোডের মেসার্স হক ট্রেডার্স নামের একটি ঠিকাদারিপ্রতিষ্ঠান। আগামী ২৩ জুন সেতুটির উদ্বোধন করবেন সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এম আমান উল্যাহ। ভাটগাঁও গ্রামের আবদুল খালেক জানান, সেতুটির নির্মাণকাজ শেষ হয়েছে এক থেকে দেড় মাস আগে। ২০ দিন আগে সেতুটির দুই পাশের সংযোগ সড়কের মাটি ভরাট করা হয়। শুধু ভ্যানগাড়ি ছাড়া এখন পর্যন্ত আর কোন ভারি যানবাহন যাতায়াত করেনি ওই সেতুর ওপর দিয়ে। একই গ্রামের নূর হোসেন জানান, ৭-৮ দিন আগে সেতুর ছাদে আড়াআড়িভাবে সৃষ্ট ফাটল দুটি তাদের নজরে আসে এবং সময়ের ব্যবধানে বেশ ষ্পষ্ট হয়ে উঠে এই ফাটল। ওই ফাটলটি ধীরে ধীরে বড় হচ্ছে। স্নাতক প্রাইভেট কোর্সের রেজিস্ট্রেশন শুরু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের স্নাতক (পাস) প্রাইভেট/ সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশন থেকে শুরু হচ্ছে এবং চলবে ৫ জুলাই পর্যন্ত। এ সংক্রান্ত বিস্তারিত ওয়েবসাইট (িি.িধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ অথবা হঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং) থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক ফয়জুল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
×