ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদা না দেয়ার জের ॥ পটুয়াখালীতে ৪০ পরিবার গৃহবন্দী

প্রকাশিত: ০৬:৩২, ৩১ মে ২০১৭

চাঁদা না দেয়ার জের ॥ পটুয়াখালীতে ৪০ পরিবার গৃহবন্দী

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৩০ মে ॥ সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা না দেয়ায় পটুয়াখালীতে সংখ্যালঘু হিন্দু পরিবারের সদস্য পলাশ ও শংকর নামে দুই যুবককে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় যাতে মামলা দায়ের না হয় এ জন্য ম-ল বাড়ির চল্লিশ হিন্দু পরিবারকে তিন দিন যাবত গৃহবন্দী করে রেখেছে সন্ত্রাসী বাবু বাহিনীর সদস্যরা। সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের সেহাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিত পরিবারের সদস্যরা জানান, গত ২৭ মে চাঁদা না পেয়ে সন্ত্রাসী আজমীর হিরা বাবু তার দল নিয়ে ম-ল পরিবারের দুই যুবকে সেহাকাঠি বাজারে আটকে রেখে মারধর করে। এসময় তারা গুরুতর আহত হলে এক জনকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ও অপরজনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পর থেকে থানায় মামলা না করার জন্য ও কারও কাছে অভিযোগ না করার হুমকি দিয়ে তাদের বাড়ি থেকে বের হতে দেয়া হচ্ছে না। এ অবস্থায় চরম নিরাপত্তহীনতার মধ্যে রয়েছে ম-ল পরিবারের নারী ও শিশুরা। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়ে সন্ত্রাসী বাবুকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। পবিপ্রবির দুই শিক্ষক সাময়িক বরখাস্ত নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৩০ মে ॥ তথ্য গোপন করে চাকরি করায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের একুয়াকালচার বিভাগের শিক্ষক, সাবেক রেজিস্ট্রার, সাবেক শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সুলতান মাহমুদ ও একই অনুষদের মেরিন ফিশারিজ এ্যান্ড ওসানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ড. জাহিদ পারভেজ সুখনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ২৮ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত পৃথক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। জানা যায়, পবিপ্রবির মাৎস্যবিজ্ঞান অনুষদের একুয়াকালচার বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সুলতান মাহমুদ ২০০৪ সালে ময়মনসিংহ সদরে মৎস্য কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাবস্থায় বরখাস্ত হন। পরে তিনি সরকারী চাকরি থেকে বরখাস্ত হওয়ার ওই তথ্য গোপন করে পবিপ্রবির শিক্ষক হিসেবে যোগদান করেন। অপরদিকে ওসানোগ্রাফি বিভাগের শিক্ষক ড. জাহিদ পারভেজ সুখনের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। তিনিও জামালপুরে মৎস্য কর্মকর্তা হিসেবে কর্মরত অবস্থায় ২০১২ সালে বরখাস্ত হওয়ার পর তথ্য গোপন করে পবিপ্রবিতে শিক্ষকতা পেশায় যোগ দেন।
×