ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডিএমপির চার কর্মকর্তাকে রদবদল

প্রকাশিত: ০৬:৩০, ৩১ মে ২০১৭

ডিএমপির চার কর্মকর্তাকে রদবদল

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার পদে চারজন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) আশরাফুজ্জামান বিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়। বদলিকৃত কর্মকর্তারা হলেন, মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহীকে সহকারী পুলিশ কমিশনার কোয়ার্টার মাস্টার, সহকারী পুলিশ কমিশনার প্যাট্রোল-ধানম-িকে সহকারী পুলিশ কমিশনার প্যাট্রোল-রমনা, সহকারী পুলিশ কমিশনার কোয়ার্টার মাস্টার মোঃ রবিউল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার প্রটেকশন এবং সহকারী পুলিশ কমিশনার কেপিআই/গার্ড মোঃ রাকিবুল হাসানকে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক সবুজবাগ জোন হিসেবে বদলি করা হয়েছে। ইসলামবাগে চা বিক্রেতাকে হত্যা স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ইসলামবাগে দোকানে ঢুকে এক চা বিক্রেতাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। রূপনগরে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চকবাজারে দোকানে ঢুকে আঃ কাইয়ুম (৫০) নামে এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শাওন (২৫) ও আজিমকে (২৪) গ্রেফতার করেছে। নিহতের ছেলে শামিম ব্যাপারী জানায়, তাদের গ্রামের বাড়ি বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার কলাপাড়া গ্রামে। তাদের একটি চায়ের দোকান রয়েছে। শামিম আরও জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ইসলামবাগে চায়ের দোকানে ঢুকে স্থানীয় আল আমিন (১৯), তার ভাই শাওন (২৫), জিয়া (২২) ও তাদের বন্ধু আজিম (২৫) চায়ের দোকানে বসে থাকা বাবা কাইয়ুমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বিড়ালের সাজ সম্প্রতি ইউক্রেনে অনুষ্ঠিত হয়েছে দেশটির ঐতিহ্যবাহী ভিসিভাঙ্কাস র‌্যালি। দেশটির বাসিন্দারা বার্ষিক এই অনুষ্ঠানে ফুটিয়ে তোলেন তাদের জাতিগত সংস্কৃতি এবং ঐতিহ্যকে। নিজের পোষা বিড়ালকে কারুকাজপূর্ণ ব্লাউজ পরিয়ে র‌্যালিতে এসেছেন এক নারী।-এএফপি ই-ট্রি ফ্রান্সের উত্তরাঞ্চলের নেভাসে সোমবার উদ্বোধন করা হয়েছে ই-ট্রি বা সোলার ট্রি। এটি শুধু রাতের বেলায় আলোই সরবরাহ করবে তা নয়, বরং সেলফোনে চার্জ, ইন্টারনেট সেবা, ইলেক্ট্রিক বাইক রিচার্জ করার পাশাপাশি এটি থেকে পাওয়া যাবে বিশুদ্ধ পানিও। -এএফপি
×