ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেরপুরে উদ্ধার খাসিয়া তরুণকে দেখে গেলেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি

প্রকাশিত: ০৬:৩০, ৩১ মে ২০১৭

শেরপুরে উদ্ধার খাসিয়া তরুণকে দেখে গেলেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩০ মে ॥ শেরপুর কারাগারের বিশেষ নিরাপত্তা হেফাজতে থাকা অপহরণের পর উদ্ধার হওয়া ভারতীয় খাসিয়া তরুণ বাজিয়াড সিয়েনলাইকে (১৮) দেখে গেলেন বাংলাদেশস্থ সে দেশের হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্ত। মঙ্গলবার দুপুরে তিনি জেলা কারাগারে গিয়ে বাজিয়াড সিয়েনলাইয়ের সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাতকালে তিনি বাজিয়াড সিয়েনলাইকে আশ্বস্ত করে বলেন, তাকে দেশে ও তার স্বজনদের কাছে ফেরত নেয়ার বিষয়ে সরকার আন্তরিক রয়েছে। এ জন্য দ্রুত আইনী প্রক্রিয়া চলছে এবং সেটা খুব শীঘ্রই শেষ হতে পারে। ওই সময় শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, জেল সুপার আমিরুল ইসলাম, জেলার ইসমাইল হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, অপহরণের পর উদ্ধার হওয়া ভারতীয় নাগরিক বাজিয়াড সিয়েনলাইকে ফেরত নিতে সে দেশের সরকার আন্তরিক রয়েছে। ওই আন্তরিকতা আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতার কারণে ইতোমধ্যে তাকে ফেরত পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন মিলেছে। ফালুকে গ্রেফতার করতে গিয়ে দুদক তাকে বাসায় পায়নি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ স্টাফ রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় মোসাদ্দেক আলী ফালুকে গ্রেফতার করতে তার বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এ সময় তাকে পাওয়া যায়নি। রাজধানীর বনানীতে পুরনো ডিওএইচএসে ৫ নম্বর রোডের ৬৮ নম্বরের তার বাড়িটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা বেনজীর আহমেদ। অভিযানকালে তার সঙ্গে দুদকের উপ-পরিচালক শামসুল আলম ও উপ-পরিচালক আবদুস ছালামও ছিলেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ফালুর বিরুদ্ধে গত ১৫ মে একটি মামলা করে দুদক।
×