ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিড়িতে নতুন বিনিয়োগ না বাড়ানোর পরামর্শ অর্থমন্ত্রীর

প্রকাশিত: ০৬:২৭, ৩১ মে ২০১৭

বিড়িতে নতুন বিনিয়োগ না বাড়ানোর পরামর্শ অর্থমন্ত্রীর

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশীয় বিড়ি শিল্পে জড়িত ব্যবসায়ীদের নতুন করে এ খাতে বিনিয়োগ না বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতি নেতৃবৃন্দের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনায় তিনি এ পরামর্শ দেন। বৈঠকে আসন্ন ২০১৭-১৮ সালের বাজেটে কম দামী সিগারেটে রাজস্ব ২০১৬-১৭ চেয়ে ২ শতাংশ এবং বেশী দামী সিগারেট ১ শতাংশ হারে বৃদ্ধি করা হচ্ছে। অথচ বিড়িতে রাজস্ব শতকরা ২০০ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে দাবি করে পূর্বের ট্যারিফ মূল্যই বহাল রাখার দাবি জানায় সংগঠনটির সাধারণ সম্পাদক ও আকিজ বিড়ির মালিক শেখ মহিউদ্দিন। অর্থমন্ত্রীর উদ্দেশ্যে মহিউদ্দিন বলেন, দেশীয় শিল্প বিড়িকে ধ্বংস করে সিগারেটকে সুযোগ দেয়ার সিদ্ধান্ত আপনি নিতে পারেন না। এ ধরনের সিদ্ধান্ত নিলে বিড়ি শিল্পই ধ্বংস হয়ে যাবে। আমাদের এখনো প্রতি ব্যবসায়ীর হাজার কোটি টাকার মেটেরিয়াল রয়েছে। এগুলোর কি হবে? সিদ্ধান্ত নিলে সবার জন্য নেয়া উচিত। মাদারীপুরে এখনও চালু হয়নি টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম অর্থনৈতিক রিপোর্টার ॥ রোজা শুরু হলেও মাদারীপুরে এখনও চালু হয়নি টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। এতে স্বল্প দামে পণ্য কিনতে পারছেন না সাধারণ মানুষ। ডিলারদের দাবি, কম বরাদ্দ ও পরিবহনের বাড়তি খরচসহ নানা কারণে পণ্য বিক্রিতে আগ্রহ নেই তাদের। তবে জেলা প্রশাসক বলছেন, দ্রুতই চালু হবে এ কার্যক্রম। রমজান উপলক্ষে মাদারীপুরের যেসব জায়গায় টিবিবির পণ্য বিক্রির কথা, সেখানে নেই কোন কার্যক্রম। ডিলারের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিত্যপণ্য বিক্রির কথা থাকলেও তা তুলছেন না তারা। এর পেছনে ডিলারদের সিন্ডিকেটকে দুষছেন সাধারণ মানুষ। হিলি বন্দরে আবারও আমদানি-রফতানি শুরু স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ভারতীয় ট্রাকচালককে মারধরের ঘটনায় একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাকের সারি বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম আবারও শুরু হয়। বাংলা হিলি কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহিন জানান, সোমবার সকালে ব্যক্তিগত পণ্য আনা নেয়াকে কেন্দ্র করে ভারতীয় ট্রাক চালক বিমল সরকার ও বন্দরের নিরাপত্তাকর্মী পান্নার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’জনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে ট্রাক চালকরা বন্দরের পণ্য প্রবেশ গেটে খালি ট্রাক দিয়ে ব্যারিকেড দেয়। এ কারণে সোমবার সকাল থেকে হিলি বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়।
×