ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অভিহিত মূল্য পরিবর্তনের আগে লেনদেনের শীর্ষে বিএসসি

প্রকাশিত: ০৬:২৪, ৩১ মে ২০১৭

অভিহিত মূল্য পরিবর্তনের আগে লেনদেনের শীর্ষে বিএসসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ অভিহিত মূল্য (ফেসভ্যালু) পরিবর্তনের আগে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষে অবস্থান করছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। এদিন কোম্পানিটির শেয়ার দরও বেড়েছে। জানা যায়, বিএসসির শেয়ার অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকা হচ্ছে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট আজ বুধবার। এই কারণে বিনিয়োগকারীদের আগ্রহ ছিল শেয়ারটির প্রতি। মঙ্গলবারে কোম্পানিটির মোট ১৭ কোটি ২৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় ২ লাখ ৮৩ হাজার ৭২৩টি শেয়ার ৩ হাজার ৭৬৩ বার হাতবদল হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার ২.০৩ শতাংশ বা ১২.২০ টাকা বেড়ে সর্বশেষ ৬১৪ টাকায় লেনদেন হয়েছে। আর সমাপনী দর নির্ধারণ হয়েছে ৬১৪.৪০ টাকা। দিনটির লেনদেনের পুরোটাই হয়েছে স্পট মার্কেটে। কারণ রেকর্ড ডেটের আগের দুই কার্যদিবস কোম্পানির শেয়ার ব্লক অথবা স্পটে লেনদেন হয়। এদিকে শেয়ার ১০ টাকা হবে এমন খবর প্রকাশের পর কোম্পানিটির শেয়ার দর গত ৪ মাসে ৪৩৮ টাকা থেকে ৪০ শতাংশ বেড়ে ৬১৪ টাকা পর্যন্ত উঠে। এর মধ্যে শেয়ার দর সর্বোচ্চ ৬২৫ টাকা পর্যন্ত উঠেছিল। জানা যায়, চলতি বছরের ৮ মার্চ জাতীয় সংসদে শিপিং কর্পোরেশন আইন, ২০১৭ অনুমোদন হয়। আইনটির ১৮ ধারা এবং বিএসইসির আদেশ পরিপালনের জন্য কোম্পানিটির পর্ষদ গত ২ মে অভিহিত মূল্য ১০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। ১৫২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ৫০৪টি (১০০ টাকা অভিহিত মূল্যে)। এর ২৫.৪০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীর এবং ২২.৫০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে রয়েছে। বাকি শেয়ার সরকারের। ৩০ জুন, ২০১৬ শেষে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪.৯৪ টাকা। এদিকে চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৬-মার্চ’১৭) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৭৫ টাকা। আর শেষ তিন মাসে (জানুয়ারি’১৭-মার্চ’১৭) পর্যন্ত ইপিএস হয়েছে ২.৬২ টাকা।
×