ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ইইউ’র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চাই’

প্রকাশিত: ০৬:২২, ৩১ মে ২০১৭

‘ইইউ’র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চাই’

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পরও দেশটি ইউরোপীয় জোটটির সঙ্গে ‘ঘনিষ্ঠ এবং বিশেষ অংশীদারিত্ব’ বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাম্বার রাড। জার্মানির চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিষয়ে হতাশা ব্যক্ত করার পর তিনি এ মন্তব্য করলেন। খবর বিবিসি রেডিওর। সোমবার বিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাতকারে রাড বলেন, যুক্তরাজ্য এখনও ইইউ’র সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা অব্যাহত রাখতে চায়। তিনি বলেন, যদিও আমরা ইইউ ছেড়ে যাওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছি। সঙ্গীতপ্রেমী প্রেসিডেন্ট প্রেসিডেন্ট গান গাইছেন। প্রথম দেখে যে কেউ অবাক হতে পারে। তবে কিরগিজস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভ নিয়মিত সঙ্গীত চর্চা করেন। নিজের গানগুলো তিনি নিজেই লেখেন। সম্প্রতি একসঙ্গে রিলিজ হয়েছে তার দুটি গিটার ব্যালে রেকর্ড। প্রায় নিয়মিত ব্যবধানেই তার গানের এ্যালবাম প্রকাশিত হচ্ছে। বাদ্যযন্ত্রও বাজাতে পারেন। -বিবিসি ট্রাককে কবর মানুষ, পশু-পাখি সাধারণত কবর দেয়া হয়ে থাকে। তাই বলে ট্রাক। উরুগুয়েতে ঘটেছে এমনই ঘটনা। দেশটির উত্তর-পূর্বাঞ্চালের মেলো শহরের এক কৃষক ও তার পরিবারকে ৪৮ বছর সেবা দিয়ে ট্রাকটি ভাঙ্গা একটি যন্ত্রে পরিণত হয়। দীর্ঘদিন ধরে পরিবারের ভরণপোষণে ট্রাকটির অবদানের জন্য ওই কৃষক সেটিকে বিক্রি করতে রাজি হননি। তাই পরিবারের একজন সদস্য হিসেবেই সম্প্রতি ট্রাকটিকে মানুষের মতো করে কবর দেয়া হয়। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। -ওয়েবসাইট
×