ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পানামার সাবেক প্রেসিডেন্ট নরিয়েগা মারা গেছেন

প্রকাশিত: ০৬:২২, ৩১ মে ২০১৭

পানামার সাবেক প্রেসিডেন্ট নরিয়েগা মারা গেছেন

পানামার সাবেক সামরিক একনায়ক জেনারেল ম্যানুয়েল অন্তোনিও নরিয়েগা (৮৩) মারা গেছেন। সম্প্রতি তার মস্তিষ্কে একটি সার্জারি করা হয়েছিল। এর আগে, খুন, দুর্নীতি ও জালিয়াতির বিভিন্ন অভিযোগে তিনি কারাবাসে ছিলেন। গত জানুয়ারিতে অপারেশনের জন্য আদালত থেকে সাময়িক ছাড়া পান তিনি। পানামার যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ম্যানুয়েল ডোমিনগুয়েজ এক বিবৃতিতে নরিয়েগার মৃত্যুর খবর জানান। এক সময়ের মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের চর জেনারেল নরিয়েগার শাসনের (১৯৮৩-১৯৮৯) অবসান ঘটে দেশটিতে ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের অভিযানের পর। নরিয়েগার শাসনকালকে পানামার অন্ধকার সময় বলে অভিহিত করা হয়। সে সময় শত শত রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করেন নরিয়েগা। নরিয়েগা পতনের মধ্য দিয়ে দেশটিতে তিন দশকের সামরিক শাসনের অবসান ঘটে। যুক্তরাষ্ট্রে কারাবাসের পর নরিয়েগাকে ফ্রান্সে পাঠিয়ে দেয়া হয়। সেখানে অর্থ পাচার মামলায় তার সাজা হয়। ২০১১ সালে তাকে আবার ফেরত পাঠানো হয় পানামায়। দেশে হত্যা, দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় নরিয়েগা ৬০ বছর কারাদ- দেয়া হয়। Ñবিবিসি ব্রেক্সিট নিয়ে দুই মেরুতে টেরেসা মে ও করবিন যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের আর মাত্র আট দিন বাকি। নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ব্রেক্সিট আলোচনা নিয়ে ঠিক এ সময় বিপরীত অবস্থানে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল কনজারভেটিভ ও লেবার পার্টি। ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতা প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন, নিজেদের স্বার্থ রক্ষা করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বিচ্ছেদ চুক্তিতে উপনীত হতে না পারলে তিনি বরং কোন চুক্তিই করবেন না। অন্য দিকে ক্ষমতায় গেলে একটি চুক্তিতে উপনীত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন লেবার পার্টির প্রধান জেরেমি করবিন। ৮ জুন যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর স্কাই নিউজের। ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে বিভক্তি দেখা দেয়ার পর ক্ষমতা গ্রহণের মাত্র নয় মাসের মাথায় এপ্রিলে হঠাৎ করেই আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী মে।
×