ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে গো-হত্যা নিষিদ্ধের বিরোধিতায় ছয় রাজ্য

প্রকাশিত: ০৬:২১, ৩১ মে ২০১৭

ভারতে গো-হত্যা নিষিদ্ধের বিরোধিতায় ছয় রাজ্য

জবাইয়ের জন্য গরু-মহিষ বিক্রি নিষিদ্ধে সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ঘোষিত সিদ্ধান্তের বিরোধিতা করেছে দেশটির ছয়টি রাজ্য সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু থেকেই সরব দক্ষিণের রাজ্য কেরালার পর এবার সরব হয়েছেন পূর্বাঞ্চলের রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তারা কেন্দ্রীয় সরকারের এই ‘খামখেয়ালি’ সিদ্ধান্ত মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। খবর জি নিউজের। এই নিষেধাজ্ঞাকে ‘অগণতান্ত্রিক ও অসাংবিধানিক’ বলে বর্ণনা করে মমতা বলেন, এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার আদালতে যাবে। এটা ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকারের ক্ষমতা খর্ব করা। কারণ, প্রাণিসম্পদ রাজ্যের এখতিয়ারভুক্ত। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার রাজ্য সরকারের হাতে। আমরা এই নিষেধাজ্ঞা মানি না। আমি কেন্দ্রীয় সরকারকে রাজ্যের বিষয়ে হস্তক্ষেপ এবং কেন্দ্রীয় কাঠামো ধ্বংস না করার অনুরোধ করছি। পশু বাণিজ্য নিয়ে শুক্রবার নতুন আইন ঘোষণা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের যুক্তি, ‘অনিয়ন্ত্রিত ও নজরদারিবিহীন পশু বাণিজ্য প্রতিরোধে’ তারা এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও সমালোচকরা বলেছেন, হিন্দু ধর্মে গরু পবিত্র প্রাণী হিসেবে বিবেচিত হয়। হিন্দু অধ্যুষিত ভারতে ভোটের রাজনীতির অংশ হিসেবে বিজেপি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
×