ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৃত্যুবার্ষিকীতে জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ০৬:০০, ৩১ মে ২০১৭

মৃত্যুবার্ষিকীতে জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিএনপি। এ উপলক্ষে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলানগরে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। পরে তিনি রাজধানীর বিভিন্ন স্পটে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শেরেবাংলানগরে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতাকর্মীদের নিয়ে জাতীয়তাবাদী ওলামা দলের খতমে কোরান পরবর্তী মিলাদ ও মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ডাঃ এ.জেড.এন জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক আবুল বাশার, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। খালেদা জিয়ার সঙ্গে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে এখনও নির্বাচনের কোন পরিবেশ সৃষ্টি হয়নি। নির্বাচনের জন্য রোডম্যাপ থাকতে হবে। কিন্তু রোডম্যাপ দূরের কথা এখনও নির্বাচনের রোডই নেই। দেশে এখন বিরোধীদলের কথা বলার সুযোগ নেই। স্বাভাবিক রাজনৈতিক কমকা-ের সুযোগও বন্ধ। ফখরুল বলেন, বিএনপি নেতাদের গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। এই অসম পরিস্থিতিতে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই যে রোডম্যাপই দেয়া হোক না কেন, প্রথম শর্ত নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ দিতে হবে এবং মিথ্যা অভিযোগের মামলা প্রত্যাহার করতে হবে। তারপরই রোডম্যাপ নিয়ে কথা বলা যৌক্তিক হবে। বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। তারা ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচন দেশে আর হতে দেবে না, মেনেও নেবে না। সব দলকে সমান সুযোগ (লেবেলপ্লেয়িং ফিল্ড) দিয়ে নির্বাচন হলেই তা মেনে নেবে জনগণ। দুপুর ১২টার দিকে জিয়ার মাজার থেকে বের হয়ে রাজধানীর বিভিন্ন স্পটে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন খালেদা জিয়া। প্রথমেই তিনি গাড়ি বহর নিয়ে খাবার এবং বস্ত্র বিতরণের জন্য ধানম-ির সুগন্ধা কমিউনিটি সেন্টারে যান। এর পর তিনি কলাবাগান বাসস্ট্যান্ড সংলগ্ন ধানম-ি লেকের পাশে খাবার এবং বস্ত্র বিতরণ করেন। এর পর ধারাবাহিকভাবে আজিমপুর ভিকারুন নিসা স্কুল, আজিমপুর বটতলা, আজিমপুর ছাপড়া মসজিদ, আজাদ অফিস বালুর মাঠ, চকবাজার, নবাবপুর রোড, মদনপুর লেন, ওয়ারী, নয়া বাজার, সূত্রাপুরের কুলুটোলা, কাঠের পুল, দয়াগঞ্জ (সোনালি ব্যাংক সংলগ্ন), দয়াগঞ্জ মোড়, শ্যামপুর লাল মসজিদ, ঈদগা মাঠ, কদমতলী, জুরাইন আলম মার্কেট, পদ্মা সিএনজি পাম্প, কদমতলী থানা, ধোলাইরপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা, কমলাপুল স্টেডিয়ামের গেট, খিলগাঁও জোড়াপুকুর খেলার মাঠ, মির্জা আব্বাসের বাসভবন (শাহজানপুর), মতিঝিল সরকারি ঈদগা মাঠ, পল্টন বিএনপি অফিস ও আল হাবিব কমিউনিটি সেন্টারে (বিজয়নগর) খাবার ও বস্ত্র বিতরণ শেষে গুলশানের বাসায় চলে যান। ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবার জাতীয়তাবাদী ছাত্রদল আলোক চিত্র প্রদর্শনীর আয়োজন করে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ প্রদর্শনী উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রদর্শনীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর ২২৭টি আলোক চিত্র স্থান পায়। আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দেশে আজ গণতন্ত্রের সঙ্কট চলছে। জাতির এই দুর্দিনে জিয়াউর রহমানের কর্মময় জীবন বুকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সহ-সভাপতি নাজমুল হাসান, এজমল হোসেন, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।
×