ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধাওয়ানের পর যাদবকেও ফেরালেন সানজামুল

প্রকাশিত: ০১:১৯, ৩০ মে ২০১৭

ধাওয়ানের পর যাদবকেও ফেরালেন সানজামুল

অনলাইন রিপোর্টার ॥ চ্যাম্পিয়নস ট্রফির আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতেই টাইগারদের সাফল্য এনে দিয়েছেন রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। তারপর শিখর ধাওয়ানকে ফিরিয়ে ভারতের প্রতিরোধ ভেঙেছেন সানজামুল ইসলাম। এর পর আবারো আঘাত সানজামুলের। এবার শিকার হলেন কেদার যাদব। ৩২ ওভার পঞ্চম বলে ব্ইক্তগত ৩১ রান করে যাদব। এই রিপোর্ট লেখার সময় ভারতের সংগ্রহ ৩৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান। কেনিংটন ওভালে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ও রুবেলের প্রথম ওভারের প্রথম বলেই বোল্ড হয়ে যান রোহিত শর্মা। অফ স্টাম্পের বাইরের বল রোহিতের (১) ব্যাটের কানায় লেগে ভেঙে দেয় উইকেট। ভারতের দলীয় রান তখন ৩। সপ্তম ওভারের প্রথম বলে মোস্তাফিজ বোল্ড করেন অজিঙ্কা রাহানেকে (১১)। রাহানেও বিদায় নিয়েছেন একইভাবে, ‘প্লেইড অন’ হয়ে। ২১ রানে ২ উইকেট হারানোর পর ভারতকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করেছেন শিখর ধাওয়ান ও দীনেশ কার্তিক। শক্ত জুটি গড়ছিলেন তারা। অবশেষে তাদের ১০০ রানের জুটি ভেঙেছেন সানজামুল ইসলাম। ৬০ রান করে মিডউইকেটে মেহেদী হাসান মিরাজের ক্যাচ হন ধাওয়ান। এর পর দিনেশ কার্তিকের সাথে ঝুটি গড়ে কেদার যাদব। সেই ঝুটিও ভাঙেন সানজামুল। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বিশ্রাম দেওয়া হয়েছে এই ম্যাচে। তার বদলে অধিনায়কের দায়িত্ব পালন করছেন সাকিব আল হাসান।
×