ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় মিঠু হত্যা মামলায় বিএনপি নেতা মার্শাল গ্রেফতার

প্রকাশিত: ০৮:২৮, ৩০ মে ২০১৭

খুলনায় মিঠু হত্যা মামলায় বিএনপি নেতা মার্শাল গ্রেফতার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বিএনপি খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু হত্যা মামলায় আরেক বিএনপি নেতা হাসনাত রিজভী মার্শাল ভুঁইয়াকে র‌্যাব গ্রেফতার করেছে। র‌্যাব পাঠানো এক ক্ষুদে বার্তায় (এসএমএস) মার্শালকে অন্যতম প্রধান আসামি উল্লেখ করা হয়েছে। এই মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হলো। এ বিষয়ে জানতে চাইলে র‌্যাব-৬ এর স্পেশাল কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান বলেন, সোমবার দুপুর আড়াইটায় খুলনা জেলা স্কুলের সামনে থেকে বিএনপি নেতা মার্শালকে গ্রেফতার করা হয়। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে এই হত্যা মামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।’ হাসনাত রিজভী মার্শাল ভুঁইয়া বিএনপি ফুলতলা থানা শাখার সদস্য সচিব। আগে শোনা গিয়েছিল ২৮ মে রবিবার দুপুরে খুলনা মহানগরীর মুন্সিপাড়া এলাকা হতে বিএনপি নেতা মার্শাল এবং ছাত্রদলের সাবেক নেতা মোতাহার হোসেন কিরণকে আটক করা হয়েছে। তবে পুলিশ বা র‌্যাব-এর পক্ষ থেকে ওই তথ্য স্বীকার করা হয়নি। এদিকে, রবিবার মিঠুর দুই দেহরক্ষীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া সম্পর্কে সোমবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করার কথা থাকলেও তা হয়নি। আজ মঙ্গলবার দুপুর ১২টায় সেই সংবাদ সম্মেলন হতে পারে বলে জানা গেছে।
×