ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সান্ত¡নার জয়

প্রকাশিত: ০৮:২৪, ৩০ মে ২০১৭

ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সান্ত¡নার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই ম্যাচ জিতে আগেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছিল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সোমবার শেষ ম্যাচটা ছিল তাই নিয়মরক্ষার। কিন্তু এই ম্যাচেই বিধ্বস্ত ইংল্যান্ড! প্রোটিয়াদের বোলিং তোপে মাত্র ১৫৩ রানেই গুটিয়ে যায় তারা। জবাবে ২৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই ১৫৬ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। এর ফলে ৭ উইকেটের জয় পায় প্রোটিয়ারা। লর্ডসে টসে জিতে এদিন ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। তবে ব্যাটিংয়ে নেমে ৫ ওভারেই মাত্র ২০ রানে ৬ জন সেরা ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন কাগিসো রাবাদা আর ওয়েইন পার্নেল। ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট হয় কি না ইংল্যান্ড- এই শঙ্কাই দেখা দিয়েছিল; কিন্তু মিডল অর্ডারে জনি বেয়ারেস্ট (৫১) এবং লোয়ার মিডল অর্ডারে দাঁড়িয়ে গেলেন ডেভিড উইলি (২৬) আর অভিষিক্ত টবি রোল্যান্ড জোন্স (৩৭)। তাতেই ইংল্যান্টের সংগ্রহ দাঁড়িয়ে গেলো ১৫৩ রান। এদিন ৩১.১ ওভারে অলআউট হয়ে যায় ইংলিশরা। জবাব দিতে নেমে দারুণ সূচনা করেছিল দক্ষিণ আফ্রিকা। এক পর্যায়ে মনে হচ্ছিল ১০ উইকেটের ব্যবধানেই জিতে যাবে প্রোটিয়ারা। হাশিম আমলা আর কুইন্টন ডি কক মিলে তুলে ফেলেন ১৫ ওভারেই ৯৫ রান। এ সময়ই এসে রোল্যান্ড জোন্সের বলে ৫৫ রানে আউট হয়ে যান আমলা। পরের ওভারেই ফিরে যান কুইন্টন ডি ককও। তিনি করেন ৩৪ রান। ১০১ রানের মাথায় ফিরে যান ফ্যাফ ডু প্লেসিসও। তবে জেপি ডুমিনি আর এবি ডি ভিলিয়ার্স আর ঝুঁকি নিলেন না। শেষ পর্যন্ত ২৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই ১৫৬ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। জ্যাক বল ২টি এবং অভিষিক্ত রোল্যান্ড জোন্স নেন ১ উইকেট। এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা থেকে রেহাই পেল প্রোটিয়ারা। এই ম্যাচেই বিরাট কোহলিকে পেছনে ফেলে ওয়ানডেতে দ্রুততম ৭ হাজার রানের মালিক হন হাশিম আমলা। বৃষ্টিতে পরিত্যক্ত পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচ ॥ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রস্তুতি ম্যাচটি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুই দল নিজেদের ঝালিয়ে নেয়ার জন্য এজবাস্টনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। কিন্তু বৃষ্টির আগে মাত্র ১০.২ ওভার ব্যাট করতে পারে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটি হিসেবে ওপেনার ডেভিড ওয়ার্নার আর এ্যারন ফিঞ্চ ৩০ রান সংগ্রহ করেন। ওয়ার্নার ৯ বলে দুটি বাউন্ডারিতে ১১ রান করেন। মোহাম্মদ আমিরের বলে উইকেটরক্ষক সরফরাজের দুর্দান্ত এক ক্যাচে ফেরেন ওয়ার্নার। ওপেনার ফিঞ্চ ৩৬ বলে ৭টি চারের সাহায্যে ৩৬ রান করে অপরাজিত থাকেন। দলপতি স্মিথের ব্যাট থেকে আসে অপরাজিত ৮ রান। ১০.২ ওভার খেলে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৫৭ রান। এরপরই ভারি বৃষ্টিতে ম্যাচের ইতি টানেন দুই আম্পায়ার কুমার ধর্মসেনা এবং ইলিংওর্থ।
×