ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডাঃ ইমরানকে অবাঞ্ছিত ঘোষণা করল ছাত্রলীগ

প্রকাশিত: ০৮:২৩, ৩০ মে ২০১৭

ডাঃ ইমরানকে অবাঞ্ছিত ঘোষণা করল ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাঃ ইমরান এইচ সরকারকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার প্রতিবাদে সোমবার রাত সাড়ে ন’টায় শাহবাগে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ^বিদ্যালয়ের নেতাকর্মীরা। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র সম্পাদক গোলাম রাব্বানি এই ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মেহেদি হাসান রনি, আদিত্য নন্দি, মাসুদ রানা মিঠু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক তৌকির তপু, ঢাবি শাখা ছাত্রলীগের সহসভাপতি জুবায়ের আহমেদ ও আবুল কালাম আজাদ। গোলাম রাব্বানি বলেন, আমাদের প্রিয় নেত্রী, প্রাণের নেত্রীকে যারা অপমান করেছে তাদের কোন ছাড় নয়। নেত্রীর বদান্যতায় এবং ছাত্রলীগের ভাইদের বদান্যতায় একদিন ইমরান এইচ সরকারকে তার প্রাপ্য যোগ্যতার চেয়ে অনেক উপরে স্থান দিয়েছিলাম ভাই হিসেবে। কিন্তু এই ‘বেইমান’ আমাদের নেত্রীকে নিয়ে যে কটূক্তি করেছে তা সীমা ছাড়িয়ে স্পর্ধার বাইরে চলে গেছে। অতএব আর কোন ছাড় নয়। জননেত্রী শেখ হাসিনাকে অপমান করার জন্য ইমরান এইচ সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। ঢাকা বিশ^বিদ্যালয় এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ঢাকা বিশ^বিদ্যালয় এলাকায় যেখানে তাদের দেখা যাবে ‘কুত্তার মতো’ পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করা হবে।
×