ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুমন্ত গুপ্ত

মার্ক জুকারবার্গ ॥ ঘুচল ড্রপ আউট তকমা

প্রকাশিত: ০৭:৪৬, ৩০ মে ২০১৭

মার্ক জুকারবার্গ ॥ ঘুচল ড্রপ আউট তকমা

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নিয়ে একটা প্রচলিত কথা রয়েছে- হার্ভার্ডে লেখাপড়া করাটাই একটা পুরস্কার; আর হার্ডার্ভ ছেড়ে যাওয়াটা আরও বড় পুরস্কার। ফেসবুকের মার্ক জুকারবার্গ, মাইক্রোসফটের বিল গেটস, ফোক সিঙ্গার পিট সীগার, অভিনেতা ম্যাট ড্যামন- এমন অসংখ্য নাম বলা যাবে যারা হার্ভার্ড থেকে ড্রপ-আউট করেছিলেন ও পেশাগত জীবনে সাফল্য অর্জন করেছিলেন। তবে অবশেষে স্নাতক ডিগ্রী পেলেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। উদ্ভাবনী সাফল্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হার্ভার্ড থেকে তিনি এই স্নাতক ডিগ্রী লাভ করেন। বিশ্বে আলোচিত কলেজ পর্ব থেকে সফল ড্রপআউটদের মধ্যে অন্যতম মার্ক জুকারবার্গ ২০০২ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সফটওয়্যার নিয়ে কাজ করার জন্য জুকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘মড়-ঃড় পধসঢ়ঁং ংড়ভঃধিৎব’ ডেভেলপার হিসেবে খ্যাতি অর্জন করে নিয়েছিলেন। ওই সময় তিনি একটি ‘ঈড়ঁৎংব গধঃপয়’ নামক প্রোগ্রাম বানান, যার সাহায়্যে ছাত্রছাত্রীরা তাদের কোর্সের ভিত্তিতে ক্লাস নির্বাচন করতে পারতেন। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি হার্ভার্ডে পড়ার সময় বন্ধুদের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ‘দি ফেসবুক ডট কম’ যা ‘ফেসম্যাশ ডট কম’ এর পরিবর্তিত রূপ। ব্যবহারকারীরা নতুন নতুন বন্ধু এ্যাড করা, বার্তা প্রেরণ করা এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী আপডেট করা ও তথ্য আদান প্রদান করতে পারত প্রথম দিকে। সেই সঙ্গে একজন ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং অঞ্চলভিক্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারত। মার্ক জাকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তার রুমমেট এবং কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিত্স এবং ক্রিস হিউজেসের য়ৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন। ওয়েবসাইটটির সদস্য প্রাথমিকভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু পরে সেটা বোস্টন শহরের অন্যান্য কলেজ, আইভি লীগ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত হয়। আরও পরে এটা সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল এবং ১৩ বছর বা ততোধিক বয়স্কদের জন্য উন্মুক্ত করা হয়। ফেসবুকের জন্য পুরো সময় দিতেই ছেড়ে দিয়েছিলেন পড়াশোনা। তখনই শেষ হয়ে যায় জুকারবার্গের কলেজজীবন। এরপর ফেসবুকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ায় শেষ করা হয়নি পড়াশোনা। বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়ার ১৩ বছর পর হার্ভার্ড থেকে স্নাতক ডিগ্রী পেলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। এই ডিগ্রী হাতে পাবার পর তিনি তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘মা, আমি সব সময় তোমাকে বলতাম আমি ফিরে যাব এবং আমার ডিগ্রী অর্জন করব’। গত বৃহস্পতিবার তিনি ফিরে যান হার্ভার্ডে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সম্মানজনক ‘ডক্টর অব ল’ ডিগ্রী দিয়েছে। এই ডিগ্রী নিতে সেখানে যান তিনি। শুধু ডিগ্রীই নয়, ২০১৭ সালের হার্ভার্ডের নবীন গ্র্যাজুয়েটদের সামনে বক্তৃতাও দেন তিনি। ১৩ বছর পর বিশ্ববিদ্যালয়ে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন জুকারবার্গ। তিনি ঘুরে দেখেন তার কক্ষটি য়েখানে বসেই ২০০৪ সালে শুরু হয়েছিল ফেসবুক। গ্র্যাজুয়েটিং ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যও দিয়েছেন জুকারবার্গ। নিজের স্নাতক না হওয়ার দিকে ইঙ্গিত করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি যা করতে পারিনি, আপনারা সেটা সম্পন্ন করুন।
×