ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদের টেলিফিল্ম ‘ওপারে বসন্ত’

প্রকাশিত: ০৭:১৮, ৩০ মে ২০১৭

ঈদের টেলিফিল্ম ‘ওপারে বসন্ত’

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগারে ‘ওপারে বসন্ত’ টেলিফিল্মের শূটিং চলছে। রাজিব হাসান পরিচালিত এই টেলিফিল্মে তুলে ধরা হয়েছে আশির দশকের কামিনী রুদ্র প্রণয়ের মায়াজালে যারা কমল বা পদ্ম। যেখানে দেখানো হয়েছে প্রেমের বাঁধনে বাঁধা এক যুগলের ২৫ বছরের অপেক্ষা আর তার পরিণয়। কারাগারের এক তরুণের অভ্যন্তরিন জীবন আর তরুণীর অপেক্ষার প্রহরগুলো এক সুতোয় গেঁথেছেন পরিচালক রাজিব হাসান। গল্পের প্রক্ষাপট সম্পর্কে জানাতে গিয়ে বলেন, মূলত কেন্দ্রীয় কারাগারে দৃশ্যধারণের সুযোগ তাকে অনুপ্রাণিত করেছে। টেলিফিল্মে কামিনী চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শম্পা রেজা। আর তরুণ অভিনেত্রী সাহনাজ সুমিকে দেখা যাবে কিশোরী কামিনি রূপে। রাজনৈতিক ষড়যন্ত্রে অপরাধী রুদ্রের চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। যেখানে যুবক রুদ্রের চরিত্রে তরুণ অভিনেতা তন্ময়। পরিচালকের প্রত্যাশা দুই প্রজন্মের শিল্পীদের অভিনীত ‘ওপারে বসন্ত’ পাবে দর্শকপ্রিয়তা।
×