ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রকশিল্পী গ্রেগ অলম্যান আর নেই

প্রকাশিত: ০৭:১৭, ৩০ মে ২০১৭

রকশিল্পী গ্রেগ অলম্যান আর নেই

সংস্কৃতি ডেস্ক ॥ না ফেরার দেশে চলে গেলেন সাউদার্ন রক সঙ্গীতের জনপ্রিয় শিল্পী গ্রেগ অলম্যান। ‘মিডনাইট রাইডার’, ‘অল মাই ফ্রেন্ডস’, ‘কাম এন্ড গো ব্লুুজ’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানের এ শিল্পী যকৃতের ক্যান্সারে ভুগে শুক্রবার চির বিদায় নিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে তার ব্যক্তিগত সহকারী মাইকেল লেহম্যান। মৃত্যুকালে তিন ছেলে ও দুই মেয়েকে রেখে গেছেন তিনি। এক আনুষ্ঠানিক বার্তায় তিনি জানান, যুক্তরাজ্যের জর্জিয়ায় নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন গ্রেগ অলম্যান। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুর কিছু সময় আগে তার ব্যান্ডদল দ্য অলম্যান ব্রাদার্সের হয়ে একটি পথ প্রদর্শনীতে গান পরিবেশন করেছিলেন তিনি, এমনটাই জানান তার ব্যক্তিগত সহকারী। এর আগে ২৪ এপ্রিল গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদে বলা হয়, দীর্ঘদিন ধরেই অনাথ আশ্রমে ভর্তি ছিলেন সাউদার্ন রক সঙ্গীতের অন্যতম শীর্ষস্থানীয় এ তারকা। তবে খবরটি সঠিক নয় বলে দাবি করেন তার ব্যক্তিগত সহকারী। দীর্ঘ পাঁচ বছর ধরেই ক্যান্সারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন অলম্যান এবং তার অনুরোধই এ খবরটি গণমাধ্যমে জানানো হয়নি বলে জানান লেহম্যান। সর্বশেষ ২০১৬-এর ২৯ অক্টোবর জর্জিয়ার আটলান্টায় এক কনসার্টে গান গাইতে দেখা গেছে তাকে। জর্জিয়ার রোজ হিলে কবরস্থানে সমাহিত করা হয়েছে অলম্যানকে।
×