ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কান চলচ্চিত্র উৎসবের সমাপনী

স্বর্ণপাম জিতল ‘দ্য স্কয়ার’

প্রকাশিত: ০৭:১৬, ৩০ মে ২০১৭

স্বর্ণপাম জিতল ‘দ্য স্কয়ার’

সংস্কৃতি ডেস্ক ॥ কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণপাম (পাম দ’র) জিতেছে শিল্প জগত নিয়ে ব্যঙ্গাত্মক সুইডিশ চলচ্চিত্র ‘দ্য স্কয়ার’। সুইডিশ নির্মাতা রুবেন ওস্টল্যান্ডের এই চলচ্চিত্রের গল্প একটি আর্ট মিউজিয়ামের কিউরেটরকে নিয়ে। এই চলচ্চিত্রটি পুরস্কার পাওয়া যেন স্মরণকালের সবচেয়ে বড় চমক! কারণ যে চলচ্চিত্রকে কেউ গণনাতেই ধরেনি, সেই ‘দ্য স্কয়ার’ জিতে গেল পাম দ’র তথা স্বর্ণপাম। এর সুবাদে সুইডিশ পরিচালক রুবেন ওস্টল্যান্ডের হাতে উঠল কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ এই পুরস্কার। রবিবার দিবাগত রাত সোয়া ৮টায় (বাংলাদেশ সময় ২৯ মে রাত সোয়া ১২টা) কান উৎসবের মূলকেন্দ্র পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এ ঘোষণা দেয়া হয়। এখানে পরিচালক রুবেন ওস্টল্যান্ডের হাতে স্বর্ণপাম তুলে দেন ফরাসী অভিনেত্রী জুলিয়েট বিনোশ ও প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার। এবারই প্রথম স্বর্ণপাম জিতলেন রুবেন ওস্টল্যান্ড। তার ‘দ্য স্কয়ার’ চলচ্চিত্রে দেখানো হয়েছে স্কয়ার নামের এমন একটি শহর, যেখানে নেই কোন আইনকানুন। যার যা খুশি ইচ্ছা করতে পারে! ব্রিটিশ চলচ্চিত্র ‘ইউ ওয়্যার রিয়েলি নেভার হিয়ার’ পেয়েছে দুটি পুরস্কার। এতে যুদ্ধ সম্পর্কে অভিজ্ঞ এক ব্যক্তির ভূমিকায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মার্কিন তারকা জোয়াক্যু ফিনিক্স। মার্কিন লেখক জোনাথন এ্যামসের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ইউ ওয়্যার রিয়েলি নেভার হিয়ার’ চলচ্চিত্রের জন্য সেরা চিত্রনাট্যকার হয়েছেন এর পরিচালক লিন রামসে। অবশ্য তার সঙ্গে এটি ভাগাভাগি করেছেন গ্রিক নির্মাতা ইওর্গস লানতিমস। তার পরিচালিত ‘দ্য কিলিং অব দ্য স্যাক্রেড ডিয়ার’-এর অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যান পেয়েছেন কানের ৭০তম বার্ষিকী পুরস্কার। তার অভিনীত আরেক চলচ্চিত্র ?‘দ্য বিগাইল্ড’-এর জন্য সেরা পরিচালক হয়েছেন মার্কিন নারী নির্মাতা সোফিয়া কপোলা। তবে অনুষ্ঠানে নিকোল ও সোফিয়া- একজনও ছিলেন না। জার্মান তারকা ডায়েন ক্রুজার হয়েছেন সেরা অভিনেত্রী। ফাতি আকিনের ‘ইন দ্য ফেড’-এ বোমা হামলায় স্বামী ও সন্তান হারানোর পর প্রতিশোধ নিতে মরিয়া এক বলিষ্ঠ নারীর ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ পেয়েছে মরক্কো বংশোদ্ভূত ফরাসী নির্মাতা রবিন ক্যাম্পিলোর এইডস বিষয়ক চলচ্চিত্র ‘১২০ বিটস পার মিনিট।’ ১৯৮০ এর দশকে এইডস নিয়ে সচেতনতা তৈরিতে কর্মরতদের নিয়ে নির্মিত বিপিএম (বিটস পার মিনিট)। স্বর্ণপামের জন্য ফেবারিট ভাবা আন্দ্রেই জিয়াগিন্তসভ পরিচালিত রুশ চলচ্চিত্র ‘লাভলেস’ পেয়েছে জুরি প্রাইজ। সেরা স্বল্পদৈর্ঘ্যরে স্বর্ণপাম জিতেছে কিয়াই ইউ ইয়াং পরিচালিত ১৫ মিনিট ব্যাপ্তির চীনা চলচ্চিত্র ‘এ্যা জেন্টেল নাইট’। এতে দেখানো হয়েছে চীনের নামহীন ছোট্ট শহরে এক রাতে নিখোঁজ মেয়েকে খুঁজে বেড়ানো এক মায়ের আপ্রাণ চেষ্টা। দু’বার স্বর্ণপাম জয়ী মাইকেল হানেকি পরিচালিত ‘হ্যাপি এ্যান্ড’ ফিরেছে শূন্য হাতে। সমাপনী মঞ্চে প্রতিযোগিতা বিভাগের বিচারকরা আসন গ্রহণের পর এবারের আসরের লালগালিচাসহ প্রদর্শনীর আগে ও পরের আবেগঘন কিছু মুহূর্ত নিয়ে সাজানো ভিডিও চিত্রের প্রদর্শনী হয়। এরপর ছিল গান। অনুষ্ঠানটির ‘মাস্টার অব সিরিমনিস’ ছিলেন ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চি। সবশেষে দেখানো হয় স্বর্ণপাম জয়ী চলচ্চিত্র ‘দ্য স্কয়ার’।
×