ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পবিত্র ওমরাহ করলেন ফুটবলার পোগবা

প্রকাশিত: ০৭:১৬, ৩০ মে ২০১৭

পবিত্র ওমরাহ করলেন ফুটবলার পোগবা

স্পোর্টস রিপোর্টার ॥ পবিত্র রমজান মাসে ওমরাহ পালন করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসী ফুটবল তারকা পল পোগবা। ম্যানচেস্টার ইউনাইটেডকে ইউরোপা লীগের ফাইনালে জয় পাইয়ে দিয়েই মক্কায় গিয়ে পবিত্র ওমরাহ হজ পালন করেছেন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামী ফুটবল তারকা। এ সময় মাহে রমজান উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বীদের প্রতি রমজানের শুভেচ্ছা জানান ফরাসী এই ফুটবল তারকা। নিজের ইনস্টাগ্রাম এ্যাকাউন্টে পবিত্র কাবা ঘরের সামনে হজ পালনরত নিজের একটি ছবি প্রকাশ করেছেন পোগবা। এ সময় হজের জন্য বিশেষ ধরনের সাদা পোশাক পরিহিত অবস্থায় দেখা যায় এই ফুটবল তারকাকে। একটি ভিডিও দিয়ে ভক্তদের উদ্দেশে পোগবা বলেন, এই মৌসুমের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখন নামাজ আদায়ের পথে আছি, শীঘ্রই দেখা হবে ম্যানচেস্টার। এরপর মক্কায় পৌঁছে তিনি আল্লাহর প্রশংসা করে তার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে আরেকটি ভিডিও দেন, পরে যা ভাইরাল হয়। ওই ভিডিওতে তারাবি নামাজের সময় পোগবাকে ওমরার পোশাক ইহরাম পরিহিত অবস্থায় দেখা যায়। এ সময় উৎসুক ভক্তরা তার পাশে ভিড় করে। তারা পোগবার সঙ্গে সেলফিও তোলেন। অবশ্য পোগবার মক্কায় যাওয়া এটাই প্রথম নয়। এর আগে তিনি হজও পালন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার এই ধর্মকর্মকে সাধুবাদ জানিয়েছেন। গত ২২ মে ম্যানচেস্টারে এক কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় ২২ ব্যক্তি নিহত হন। দু’দিন পর ইউরোপা কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আয়াক্সের বিপক্ষে গোল করেন পোগবা। যার সুবাদে ইংলিশ ক্লাবটি ২-০ গোলে জয় নিয়ে শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়। ফরাসী এই মিডফিল্ডার ২০১৬ সালের আগস্টে ইতালীয় ক্লাব জুভেন্টাস থেকে ৮৯.৩ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থের বিনিময়ে ইউনাইটেডে যোগ দিয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে।
×