ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তান সিরিজ প্রত্যাখ্যান ভারতের

প্রকাশিত: ০৭:১৫, ৩০ মে ২০১৭

পাকিস্তান সিরিজ প্রত্যাখ্যান ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ বহুল আলোচিত ভারত-পাকিস্তান দিপক্ষীয় সিরিজ এখনই নয়, বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভারতের ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। ‘আমি আগেই স্পষ্ট জানিয়েছি পাকিস্তানের সঙ্গে কোন দ্বিপক্ষীয় সিরিজ সম্ভব নয়। কারণ পাকিস্তানীদের পক্ষ থেকে সন্ত্রাসবাদ না থামা পর্যন্ত দুই দেশের মধ্যে ক্রীড়াসম্পর্ক হতে পারে না। খেলা ও সন্ত্রাস কখনও পাশাপাশি চলতে পারে না।’ সংবাদ মাধ্যমকে বলেন তিনি। দুবাইয়ে শীঘ্রই দুই দেশের ক্রিকেট বোর্ডের সাক্ষাত হওয়ার কথা ছিল। ক্রীড়ামন্ত্রীর বক্তব্যের পর ইন্ডিয়ান বোর্ড (পিসিবি) কর্মকর্তা রাজিব শুক্লা বলেন, ‘আমরা গোয়েলের সঙ্গে কথা বলেছিলাম। স্পষ্ট কথা হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে খেলব শুধু আইসিসি টুর্নামেন্টে, দ্বিপক্ষীয় সিরিজ নয়।’ আগামী ৪ জুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান লড়াই হবে। শুক্লা সরকারের কোর্টে বল ঠেলে দেন, ‘সরকারের কাছ থেকে কোন সাড়া না পাওয়া পর্যন্ত আমরা পাকিস্তনের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলছি না।’ উল্লেখ্য, গত প্রায় দশ বছর ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে কোন পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ হয়নি। ২০১২-১৩ সালে পাকিস্তান তিন ওয়ান ডে ও দুই টি২০ খেলতে এক শুভেচ্ছা সফরে ভারতে এসেছিল। কিন্তু এরপর থেকে দুই দেশের ক্রিকেট দলের মধ্যে আসা-যাওয়া পুরোপুরি বন্ধ। ভারতের ক্রীড়ামন্ত্রীর মন্তব্যে পরিষ্কার, রাজনৈতিক সম্পর্ক উন্নতির আগে এটি আর হওয়ার সম্ভাবনা নেই। প্রিমিয়ার লীগে টিকে থাকল খেলাঘর স্পোর্টস রিপোর্টার ॥ এ বছর প্রিমিয়ার লীগে উঠে এসেছিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। কিন্তু খুব একটা সুখকর হয়নি প্রিমিয়ার লীগে খেলার অভিজ্ঞতা। ১১ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জিততে পেরেছিল। তবে রেলিগেশনের শঙ্কায় পড়া ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাব আরও বাজে অবস্থানে ছিল। রেলিগেশনে আটকে কোন দুটি দল প্রথম বিভাগে নেমে যাবে সেটার জন্য এ তিন দলকে খেলতে হবে রেলিগেশন লীগ। প্রথম ম্যাচেই তা নিশ্চিত হয়ে গেছে। খেলাঘর ৮ উইকেটে পারটেক্সকে বিধ্বস্ত করে নিশ্চিত করেছে আগামী মৌসুমে প্রিমিয়ার লীগ খেলা। আর ভিক্টোরিয়া ও পারটেক্স নেমে যাবে প্রথম বিভাগ লীগে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলার ফলাফল হয়েছে মাত্র ৪০.২ ওভারে। টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৫.১ ওভারে মাত্র ৭৩ রানে অলআউট হয়ে যায় পারটেক্স। দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন শুধু তিনজন- অধিনায়ক ইরফান শুক্কুর (২৭), নুরুজ্জামান মাসুম (১২*) ও জুবায়ের আহমেদ (১১)। মাত্র ১৮ রানে ৬ উইকেট নিয়ে পারটেক্সের সর্বনাশ করেছেন তানভীর। ৭৪ রানের সহজ লক্ষ্যে পৌঁছাতে মাত্র ১৫.১ ওভার খেলতে হয়েছে খেলাঘরকে। দুই ওপেনার রবিউল ইসলাম রবি (৩৪) ও সালাউদ্দিন পাপ্পু (১৫) ফিরে আসার পর ২৩ রানে অপরাজিত থেকে দলকে বিজয়ী করেছেন অমিত মজুমদার।
×