ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় পর্বের টিকেট কেটেছেন ভেনাস উইলিয়ামস-ক্যারোলিন ওজনিয়াকি

মুগুরুজা-সিবুলকোভার জয়

প্রকাশিত: ০৭:১৫, ৩০ মে ২০১৭

মুগুরুজা-সিবুলকোভার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনের মহিলা এককে বর্তমান চ্যাম্পিয়ন গারবিন মুুগুরুজা। এবারও জয় দিয়ে ফরাসী ওপেনের মিশন শুরু করেছেন স্পেনের এই টেনিস তারকা। সোমবার টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচে চতুর্থ বাছাই মুগুরুজা ৬-২ এবং ৬-৪ সেটে পরাজিত করেন ইতালির ফ্রান্সেস্কা শিয়াভোনকে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ছাড়াও দারুণ জয়ে দ্বিতীয় রাউন্ডের টিকেট কেটেছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, আমেরিকার টেনিস তারকা ভেনাস উইলিয়ামস এবং সেøাভাকিয়ার ষষ্ঠ বাছাই ডোমিনিকা সিবুলকোভাও। গত এক দশক ধরেই টেনিস কোর্টের আলোচিত নাম ফ্রান্সেস্কা শিয়াভোন। কিন্তু সুদীর্ঘ ক্যারিয়ারে একটি মাত্রই গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। ২০১০ সালে ফরাসী ওপেনের শিরোপা নিজের শোকেসে তুলেছিলেন ইতালির এই টেনিস তারকা। এবার প্রথম রাউন্ডেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হন তিনি। সামনে দাঁড়ান টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজা। ফলাফল লজ্জাজনকভাবে হেরে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন শিয়াভোন। অথচ ক্লে কোর্টে চলতি বছরের শুরু থেকেই বাজে খেলছেন মুগুরুজা। ফ্রেঞ্চ ওপেনের কোর্টে নামার আগে তার জয় মাত্র তিন ম্যাচে। তবে ফরাসী ওপেনে প্রথম রাউন্ডের ম্যাচ খুব সহজেই জয় পেয়েছেন তিনি। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফরাসী ওপেনের বর্তমান চ্যাম্পিয়নের প্রতিপক্ষ এখন এস্তোনিয়ার এ্যানেট কোন্টাভিয়েট। ক্যারিয়ারের ২০তম ফ্রেঞ্চ ওপেনের মিশনও জয় দিয়ে শুরু করেছেন ভেনাস উইলিয়ামস। প্রথম রাউন্ডের ম্যাচে তিনি ৬-৪ এবং ৭-৬ (৭/৩) সেটে পরাজিত করেন চীনের ওয়াং কিয়াংকে। ১৯৯৭ সালে ফরাসী ওপেনে অভিষেক ঘটেছিল ভেনাস উইলিয়ামসের। এরপর থেকেই নিয়মিত খেলছেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। সাত মেজর টুর্নামেন্ট জয়ের স্বাদ পেলেও এখন পর্যন্ত ফ্রেঞ্চ ওপেনের শিরোপার ছোঁয়া হয়নি ভেনাস উইলিয়ামসের। ২০০২ সালে অবশ্য ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু সেবার ছোট বোন সেরেনা উইলিয়ামসের কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় ডুবেছিলেন ভেনাস। ফরাসী ওপেনের দ্বিতীয় রাউন্ডে আমেরিকান কিংবদন্তির প্রতিপক্ষ জাপানের কুরুমি নারা। প্রথম রাউন্ডের ম্যাচে কুরুমি নারা তিন সেটে হারিয়েছেন ১৫ বছরের আমেরিকান খেলোয়াড় এ্যামান্ডার এ্যানিসিমোভাকে। টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই ডোমিনিকা সিবুলকোভা। ফ্রেঞ্চ ওপেনে এবার ফেবারিটদের একজন এই সেøাভাকিয়ান। প্রথম পর্বের ম্যাচে অবশ্য খুব সহজেই জয় তুলে নিয়েছেন তিনি। রবিবার তিনি ৬-২ ও ৬-১ সেটে পরাজিত করেছেন স্প্যানিশ টেনিস খেলোয়াড় লারা অরুয়াবারেনাকে। প্রথম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছেন ক্যারোলিন ওজনিয়াকিও। তবে জয়টা খুব সহজে আসেনি তার। তিন সেটের কঠিন লড়াইয়ের পর ড্যানিশ এই টেনিস তারকা ৬-৪, ৬-৩ এবং ৬-২ সেটে পরাজিত করেন অস্ট্রেলিয়ার জেমি ফোরলিস। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে গত এক দশকেরও বেশি সময় ধরে নিয়মিত খেলছেন ওজনিয়াকি। কিন্তু দুর্ভাগ্য তার। এখন পর্যন্ত কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জেতা হয়নি তার। তবে এবার সেই সুযোগ রয়েছে তার সামনে। কেননা তার চিরপ্রতিদ্বন্দ্বী সেরেনা উইলিয়ামস এবং মারিয়া শারাপোভা এবার নেই। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এ বছর আর কোর্টেই নামবেন না সেরেনা উইলিয়ামস। আর নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফিরলেও ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন ওয়াইল্ড কার্ড দেননি মারিয়া শারাপোভাকে। শুধু তাই নয়, ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে হেরে প্রথম দিনেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এ্যাঞ্জেলিক কারবার। যে কারণেই এবার নতুন কোন খেলোয়াড়ই হতে যাচ্ছে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন।
×