ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর পক্ষে বাজি বড় রোনাল্ডোর

প্রকাশিত: ০৭:১৩, ৩০ মে ২০১৭

রোনাল্ডোর পক্ষে বাজি বড় রোনাল্ডোর

স্পোর্টস রিপোর্টার ॥ ইতোমধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে এবার ব্যালন ডি’অর কে জিতবেন তা নিয়ে। ব্যক্তিগত নৈপুণ্যে পিছিয়ে থাকলেও দলীয় সাফল্যের কারণে নিশ্চিতভাবে এ মৌসুমে লিওনেল মেসির চেয়ে অনেকটাই এগিয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ কারণে এবারের ব্যালন ডি’অরটা সি আর সেভেনের শোকেসেই যাওয়া উচিত বলে মনে করছেন ‘দ্য ফেনোমেনন’ খ্যাত সাবেক ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডো। ব্রাজিলকে দুইবার বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া এই তারকা ফুটবলার মনে করেন, ব্যালন ডি’অরের জন্য মেসি ও রোনাল্ডো দুজনই যোগ্য। মেসি যেমন গোল করেছেন, রোনাল্ডো তেমনি দলকে সফলতা এনে দিয়েছেন। তবে শেষমেশ ব্যালন ডি’অরের ট্রফিটা রোনাল্ডো পাবেন বলে মনে করেন বড় রোনাল্ডো। শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জুভেন্টাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই শিরোপা জিতলে রোনাল্ডোর ব্যালন ডি’অর নিশ্চিত হবে বলে মনে করছেন ব্রাজিলের রোনাল্ডো। তিনি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা বেশ গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদ জিতলে ব্যালন ডি’অর পাওয়াটা আরও সহজ হবে তার (রোনাল্ডো) জন্য। তবে নিজের বিচারে এবারের ব্যালন ডি’অরটা রোনাল্ডোর প্রাপ্য বলে মনে করছেন ব্রাজিল তারকা। তিনি বলেন, আমি মেসিকে ভালবাসি। তার গোল করাটা দারুণ উপভোগ করি, তবে রোনাল্ডোর সংখ্যাটা ভুলে গেলে চলবে না। ব্রাজিলের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক বলেন, গত দুই বছরই দারুণ খেলছে সে। চ্যাম্পিয়ন্স লীগের বেশকিছু ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। তারা এখন ফাইনালে। তাই ক্রিশ্চিয়ানোর সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। রোনাল্ডোর সঙ্গে ব্যালন ডি’অরের জন্য মেসির নামও উচ্চারিত হচ্ছে। তবে এ দুজনের মধ্যে তুলনা করতে নারাজ রোনাল্ডো। এ প্রসঙ্গে বলেন, তারা দুজনেই দারুণ। তাদের তুলনা করাটা কঠিন। তারা দুজনই সম্মান পাওয়ার দাবিদার। সাবেক ব্রাজিলিয়ান তারকা নিজের ক্যারিয়ার নিয়েও কথা বলেছেন। জানিয়েছেন, নিজের বেড়ে যাওয়া ওজন নিয়ে কোচ ফ্যাবিও কাপেলোর সঙ্গে বারবার ঝামেলা হওয়ার কারণে রিয়াল মাদ্রিদ ছাড়তে বাধ্য হয়েছিলেন। ইন্টার মিলান ছেড়ে রিয়ালে যোগ দেয়া রোনাল্ডো সান্টিয়াগো বার্নাব্যুতে ছিলেন পাঁচ মৌসুম। ইতালিরই আরেক ক্লাব এসি মিলানে যোগ দেয়ার আগে রিয়ালের হয়ে এক শ’র বেশি গোল করেন তিনি। জেতেন দুটি লা লিগা শিরোপা। এসি মিলানে চলে যাওয়া নিয়ে রোনাল্ডো বলেন, আমি চলে যেতে চাইনি। কাপেলোর সঙ্গে আমার অনেক ঝামেলা হতে শুরু করে। আমার ওজন ১০০ গ্রাম বেশি থাকলেও তিনি আমাকে দলের বাইরে রাখতেন। এদিকে শুরুটা বার্সিলোনা দিয়ে শুরু করলেও লুইস ফিগো ক্যারিয়ারের সবচেয়ে ভাল সময়টা পার করেছেন রিয়াল মাদ্রিদে। তবে নিজের পছন্দের তালিকার প্রথম স্থানে রিয়াল ও বার্সা দুটি ক্লাবকেই রাখেন ফিগো। সেরা ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রেও বিভক্ত হয়ে গেছেন এই সাবেক পর্তুগীজ মহানায়ক। জানিয়ে দিলেন, মেসি বা রোনাল্ডোর মধ্যে যেকোন একজনকে বেছে নেয়া খুবই কঠিন, কারণ তারা দুজনেই বিশ্বসেরা। ফিগো বলেন, মেসি ও রোনাল্ডো দুজনেই এ মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার। আমার ক্ষেত্রে দুজনের মধ্যে একজনকে বেছে নেয়াটা খুবই কঠিন। নিজের সিদ্ধান্তের পেছনে যুক্তি দিতে গিয়ে ফিগো বলেন, ফুটবলের সব পুরস্কারই কিন্তু এ দুজন (মেসি ও রোনাল্ডো) নিয়ে যাচ্ছেন। দুজনেরই ফুটবলীয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। এ কারণেই তাদের মধ্যে কাউকে বেছে নেয়া কষ্টকর। আরেক খবরে জানা গেছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফের বাবা হচ্ছেন না। পর্তুগীজ অধিনায়কের মা ডালোরেস সান্টোস সব গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন। গত সপ্তাহে বান্ধবী জর্জিনা রড্রিগেজের সঙ্গে ইনস্টাগ্রামে একটি রোমান্টিক ছবি পোস্ট করেন রোনাল্ডো। ওই ছবিটিতে বান্ধবীর পেটের মধ্যে হাত দিতে দেখা যায় রিয়াল তারকাকে। তাতে গুঞ্জন ওঠে দ্বিতীয়বার বাবা হচ্ছেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। কিন্তু পর্তুগীজ এক ম্যাগাজিনকে দেয়া সাক্ষাতকারে রোনাল্ডোর মা বলেন, এটা ভুয়া সংবাদ। আমি যতটুকু জানি আবার বাবা হবেন না রোনাল্ডো। তবে আমার আশা সে আরও সন্তান নেবে, আবার বাবা হবে। তার টাকা আছে, সে অনেক সন্তান লালন-পালন করতে পারে।
×