ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলতি অর্থবছরে ক্রীড়ার বাজেট ৭০ কোটি টাকা!

প্রকাশিত: ০৭:১২, ৩০ মে ২০১৭

চলতি অর্থবছরে ক্রীড়ার বাজেট ৭০ কোটি টাকা!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়ার উন্নয়নে ২০১৭-১৮ অর্থবছরে জাতীয় ক্রীড়া পরিষদের বাজেট থাকছে ৭০ কোটি টাকা। এর মধ্য থেকে প্রায় ৪৯ কোটি টাকা দেবে সরকার। বাকি টাকা ধরা হয়েছে ক্রীড়া পরিষদের নিজস্ব আয় থেকে। জাতীয় বাজেটের তুলনায় ক্রীড়াক্ষেত্রে অনুদানের পরিমাণ তুলনামূলক অনেক কম থাকে প্রতিবারই। গত অর্থবছরে সেটা ছিল মাত্র ৩৭ কোটি টাকা। এবারে সেই অর্থ কিছুটা বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়। এবারে সেই পরিমাণ দাঁড়িয়েছে ৪৯ কোটিতে। সেই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের নিজস্ব আয় ধরে মোট বাজেট ৭০ কোটি টাকা। ক্রীড়ার বিভিন্ন স্থাপনা সংরক্ষণ এবং বিভিন্ন কাজে এই অর্থ প্রয়োজনের তুলনায় খুবই কম। এটা জানা আছে ক্রীড়া পরিষদেরও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০ জেলায় থাকা সুইমিং পুলগুলোর সংস্কার এবং প্রয়োজনে বাকি জেলাগুলোতেও সুইমিং পুল বানানোর পরিকল্পনা এই অর্থবছরে আছে।
×