ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আজ ভারত

প্রকাশিত: ০৭:১০, ৩০ মে ২০১৭

শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আজ ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ মূল লড়াইয়ে নামার আগে শেষবার নিজেদের চুলচেরা বিশ্লেষণের জন্য পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বাংলাদেশ দলের। প্রতিপক্ষ ভারত হওয়াতে সেটা অগ্নিপরীক্ষাই হবে। আজ কেনিংটন ওভালে শেষ প্রস্তুতি ম্যাচে গত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাধারী ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ম্যাচটি বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে। প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে বিশাল রান করার পরও অবিশ্বাস্যভাবে হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচে পরাজয়ের কারণে এবার ভারতের বিপক্ষে পরীক্ষায় পড়েছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ হলেও এখন ভুলগুলো কাটিয়ে ওঠার লড়াই মাশরাফি বিন মর্তুজাদের। আর ভারত প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে নাস্তানাবুদ করেছে খুব সহজেই। একই ভেন্যুতে এবার বাংলাদেশের মুখোমুখি হবে তারা। বরাবরই বাংলাদেশ দলকে ওয়ানডে ক্রিকেটে ভুগতে দেখা গেছে শেষের কয়েকটি ওভারে। সেটা বোলিংয়ে হোক কিংবা ব্যাটিংয়ে। বোলিং করতে গেলে বোলাররা তুলোধুনো হয়েছেন, আর ব্যাটিংয়ে নামলে ভাল অবস্থান থাকলেও রান ওঠে না দ্রুতবেগে। সেই সমস্যা সুস্পষ্টভাবে ফুটে ওঠে পাকদের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে। শক্ত অবস্থানে থাকার পরেও শেষদিকের ওভারগুলোতে রানের গতি বাড়াতে না পারার ব্যর্থতা আরেকবার দেখা গেছে। শেষ ১০ ওভারে বাংলাদেশ ৭৩ রান করতে হারিয়েছে ৫ উইকেট। তবে এরপরও এই তিন ব্যাটসম্যানের বড় ইনিংস বাংলাদেশ দলকে ৩৪১ রানের মজবুত একটা অবস্থান দিয়েছিল। কিন্তু বোলাররাও সেই সøগ ওভারেই ব্যর্থতা দেখিয়েছে। সেই ব্যর্থতার পরিষ্কার প্রমাণ দেখা গেছে পাকরা মাত্র ৯ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে ১০৯ রান তুলে ফেলায়। পাক টেলএন্ডারদের কাছে বেধড়ক মার খেয়েছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মাশরাফি। ফলশ্রুতিতে ২৪৯ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা পাকরা যেখানে পরাজয় নিশ্চিতভাবেই দেখছিল এবং ব্যবধান কতখানি কম করা যায় সেটা নিয়েই মনোযোগী ছিল তারাই জিতেছে শেষ পর্যন্ত। প্রস্তুতি ম্যাচ হলেও এমন হাইস্কোরিং ম্যাচে এমন পরাজয় অনেক দুর্বলতা ফুটিয়ে তুলেছে। শক্ত ভিতের ওপর দাঁড়িয়েও ব্যাটসম্যানদের দুর্দান্ত কিছু করতে না পারা এবং প্রতিপক্ষ টেলএন্ডারদের বিপক্ষে বোলারদের ব্যর্থতা। এ ঘাটতিগুলো কাটিয়ে ওঠার বড় সুযোগ থাকবে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে। বর্তমান সময়ে ভারত ফর্মের তুঙ্গে আছে ভারত। আইসিসি র‌্যাঙ্কিংয়েও ৩ নম্বরে আছে তারা এই মুহূর্তে। মাত্র ১ রেটিং কম তাদের দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার চেয়ে। এ কারণে ভারতের বিপক্ষেই বাংলাদেশের বড় পরীক্ষা হবে। কতখানি উন্নতি হয়েছে দলের সেটাও পরিষ্কার হয়ে যাবে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে ৬ নম্বরে উঠে ক্রিকেট বিশ্বে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে টাইগাররা। এখন সবার দৃষ্টি তাই মাশরাফিদের দিকে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দারুণ কিছু করবে দলটি এমনটাই মনে করছেন সবাই। কিন্তু সেটার প্রথম ধাপেই হোঁচট খেয়েছে বাংলাদেশ দল। টানা দুটি আন্তর্জাতিক ম্যাচ জিতে আসার পর র‌্যাঙ্কিংয়ের আট নম্বর দল পাকিস্তানের কাছে হার দেখেছে। প্রস্তুতি ম্যাচ হলেও এত বড় ইনিংস গড়েও পরাজয় অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এবার সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে ভালভাবেই পরীক্ষা দিতে হবে ভারতের বিপক্ষে। ভারতীয় ক্রিকেট দল এবার শিরোপা ধরে রাখার জন্য পাগল প্রায়। কারণ, আইসিসির সঙ্গে মুনাফা প্রাপ্তির আর্থিক পরিমাণ নিয়ে টানাপোড়েন চলছে তাদের। এ কারণে দেরিতে দল ঘোষণা করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। তাই কোহলিরা প্রতি ম্যাচেই জীবন বাজি রেখে জেতার জন্যই মরিয়া। গত দুই বছরে বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেটীয় লড়াই অন্যরকম এক আবেদন, আকর্ষণ ও উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন যেকোন পর্যায়ে দু’দলের লড়াই মানেই ভক্ত-সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা, উন্মাদনা। সেটা গত বছর টি২০ বিশ্বকাপেও দেখা গেছে, মাত্র ১ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ছিল টানটান উত্তেজনা। এর সূত্রপাত হয়েছে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দু’দলের লড়াইয়ে। বিতর্কিত আম্পায়ারিংয়ের বেশ কিছু সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যাওয়ায় উত্তেজনা শুরু হয়ে যায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এবার ইংল্যান্ডের মাটিতে আরেকটি উত্তেজনার লড়াই। যে লড়াইয়ে বাংলাদেশ দলের প্রমাণ করার আছে অনেক কিছু। আর সেটা প্রমাণ দেয়া খুবই জরুরী। কারণ এ মাঠেই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ বাংলাদেশের। তার আগে ভারতের মতো মহাপরাক্রমশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ অনেক ফলপ্রসূই হবে মাশরাফিদের জন্য। সেই সঙ্গে পাকদের বিপক্ষে করা ভুলগুলো কাটিয়ে ওঠারও সুযোগ। বিশেষ করে ভারতের শক্ত ব্যাটিং লাইনআপের বিপক্ষে বাংলাদেশী বোলারদের পরীক্ষা হয়ে যাবে আজ। আগের প্রস্তুতি ম্যাচে খেলেননি মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। আজ ভারতের বিপক্ষে তাদের একটু ঝালিয়ে নিতে পারেন মাশরাফি। ব্যাট করেননি সাব্বির রহমান, আজ তিনিও সুযোগ পেতে পারেন। যারা ব্যাটিংয়ে নেমেছেন তাদের মধ্যে বড় ইনিংস খেলতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও সাকিব আল হাসান। তাদের আরেকটি সুযোগ আজ।
×