ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক শ’ বিঘা জমির মালিকানা নিয়ে উত্তেজনা

প্রকাশিত: ০৭:০১, ৩০ মে ২০১৭

এক শ’ বিঘা জমির মালিকানা নিয়ে উত্তেজনা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য শাহারুল ইসলামের বিরুদ্ধে এক শ’ বিঘা জমি দখলের অভিযোগ তুলে সোমবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন মাহিদিয়া গ্রামের ১৬০ জমির মালিকের পক্ষ থেকে। এদিকে পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করেন শাহারুল ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পড়েছে। প্রতিপক্ষের উস্কানিতে আমার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ আনা হচ্ছে। ‘আমি সরকারী নিয়মনীতি মেনে ওই এলাকার প্রকৃত মালিকদের কাছ থেকে ২৯ বিঘা জমি কিনেছি। আমি কারও জমি দখল করিনি। আমাকে হেয় করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষের উস্কানিতে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছে।’ শাহারুল ইসলাম আরও বলেন, আমার কোন ক্যাডার বাহিনী নেই। কেউ ভয়ভীতি প্রদর্শনও করেনি। এদিকে শাহারুল ইসলামকে ভূমিদস্যু উল্লেখ করে সংবাদ সম্মেলনে মাহিদিয়া গ্রামের ১৬০ জমির মালিকের পক্ষে লিখিত বক্তব্য রাখেন শফিয়ার রহমান। তিনি অভিযোগ করেন, সদর উপজেলার আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলাম তার সশস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অসাধু সরকারী কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় রিফুজিদের (ভারত থেকে আসা) নামে ভুয়া রেকর্ডের মালিক দেখিয়ে নিজ নামে কবলা দলিল করেছেন। ওই জমি দখলে তিনি পুলিশ কর্মকর্তার নাম ব্যবহার করে প্রকৃত মালিকদের ভয়ভীতি প্রদর্শন করছেন। চাঁদা না দেয়ায়Ñ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৯ মে ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত এক লাখ টাকা চাঁদা না দেয়ায় রোজিনা বেগম ও তার ছেলে কাউছারকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায়। আহত গৃহবধূ রোজিনা বেগম জানান, মৈকুলী এলাকার চিহ্নিত এক মাদক বিক্রেতা ও ছিনতাইকারী কাউছারের কাছে দীর্ঘদিন ধরে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। বউ-শাশুড়ি সমাবেশ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলা সদরের টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছী কমিউনিটি ক্লিনিক ও রামনগর ইউনিয়নের রামনগর কমিউনিটি ক্লিনিক চত্বরে পৃথকভাবে সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বউ-শাশুড়ি সমাবেশ। নিরাপদ মাতৃত্বের লক্ষ্যে এই বউ-শাশুড়ি সমাবেশ অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও লুথারেন এইড টু মেডিসিন ইন বাংলাদেশ (ল্যাম্ব) স্ট্রেন্দেনিং হেলথ আউটকামস ফর উইমেন এ্যান্ড চিলড্রেন (শো) প্রকল্প সমাবেশের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে রামনগর কমিউনিটি ক্লিনিকে সভাপতিত্ব করেন সিএইচসিপি সেলিনা আক্তার ও দোগাছি কমিউনিটি ক্লিনিকের সমাবেশে সভাপতিত্ব করেন সিএইচসিপি শরীফা নুরজাহান। ২ কোটি টাকার রেণু জব্দ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে ২৭৫ ড্রাম ও ধাতব বড় পাতিলে ভর্তি গলদা চিড়িংর রেণু জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় একটি বাস ও দুই ব্যক্তিকে আটক করা হয়। প্রতিটি ড্রামে বা পাতিলে ২০ হাজার করে মোট ৫৫ লাখ চিংড়ির রেণু রয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৭৫ লাখ টাকা। মাওয়া কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল জলিল জানান, সোমবার রাত তিনটার দিকে লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়নের চন্দ্রের বাড়িতে কোস্টগার্ডের সন্দেহ হলে তিনটি বাস থামায়। পরে তল্লাশি করে ছয়দান পরিবহনের বাসে কোন যাত্রী পাওয়া যায়নি। এ বাসটিতে ছাদে, ভেতরে ও বাসের ট্রাঙ্কে ড্রামভর্তি গলদা চিংড়ির রেণু ছিল। অপর দুটি বাসে যাত্রী থাকলেও বাসের ছাদে ও ট্রাঙ্কে ড্রামভর্তি গলদা চিংড়ির রেণু পাওয়া যায়।
×