ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে রমজানের শুরু থেকেই বাজারে আম

প্রকাশিত: ০৭:০১, ৩০ মে ২০১৭

 চাঁপাইয়ে রমজানের শুরু থেকেই বাজারে আম

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ রমজানের প্রথম দিন থেকেই বাজারে আম আসা শুরু হয়েছে। অর্থাৎ মধুমাস এখানে একটু দেরিতেই শুরু হলো। যদিও সরকারীভাবে বেঁধে দেয়া সময়ের কয়েকদিন পর আম পাড়া শুরু হয়েছে। নির্দিষ্ট দিনে প্রশাসন আম পাড়ার মহড়া দিলেও জলবায়ুর প্রভাবে এবার চাঁপাইনবাবগঞ্জের আম পরিপক্ব হতে বেশ কিছুটা সময় গড়িয়েছে। যার কারণে বেঁধে দেয়া সময়ের অনেক পরে আমচাষীরা আম পাড়া শুরু করেছে। তবে এখনও মানসম্পন্ন আম এখানকার বাজারে আসেনি। শুধু মাত্র আগাম জাত হিসেবে বুনিয়াদী বলে খ্যাত গোপালভোগ চাঁপাইয়ের বাজারে এসেছে। পাশাপাশি প্রায় ১৫টি গুটি জাতের আম বাজারে আসার কারণে বুনিয়াদী জাত খ্যাত গোপালভোগের দাম চড়া। দেড় থেকে দুই হাজার টাকা মণ। বাজারে সর্বশ্রেষ্ঠ এখানকার জাত ক্ষীরসা আসা মাত্রই পড়ে যাবে গোপালভোগের দাম। তবে গোপাল ভোগ আমের নির্দিষ্ট সময় সীমা মাত্র দেড় থেকে দুই সপ্তাহ। এর মধ্যেই এই জাত শেষ হয়ে যাবে। যদিও গোপালভোগের ফলন খুব একটা ভাল নয়। জেলার পাঁচ থানায় গোপালভোগ জাতের গাছ রয়েছে এক লাখ ২০ হাজারের কাছাকাছি। এর মধ্যে শুধুমাত্র শিবগঞ্জে রয়েছে ৫০ হাজার গাছ। সদরে গোপালভোগের সংখ্যা খুবই কম। এছাড়া ল্যাংড়া, বোম্বাই, লক্ষণভোগ, মল্লিকা, দুধসরসহ প্রায় হাজারখানেক গুটি জাতের আম জুনের প্রথম সপ্তাহে এসে পড়বে বাজারে। সব মিলিয়ে প্রায় মোট আম গাছের সংখ্যা এখন ২৩ লাখের কাছাকাছি। আশ্বিনা, ফজলী, আম্রপালিসহ দেড় হাজার গুটি জাতের আম আসতে আরও দেড় মাস দেরি হবে। অর্থাৎ জুলাইয়ের প্রথম সপ্তাহে আসা শুরু হবে। যার কারণে দেশের সর্ববৃহৎ আম বাজার কানসাটে এখন তেমনভাবে বেচাকেনা শুরু হয়নি। বরিশালে কৃষকলীগ নেতা হত্যা মামলায় একজনের ফাঁসি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কৃষকলীগ নেতা শামসুল আলম মৃধা হত্যা মামলায় সোমবার দুপুরে একজনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদ-ের রায় ঘোষণা করেছেন আদালতের বিচারক। জানা গেছে, মাদক বিক্রিতে বাধা দেয়ায় জেলার বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রাজগুরু গ্রামের ছালাম প্যাদার পুত্র পলাশ তার সহযোগী একই গ্রামের জয়নাল আবেদীন ভূঁইয়া ও দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের হালিম মিয়ার স্ত্রী মরিয়ম বেগমের সহযোগিতায় ২০১৩ সালের ১৬ মার্চ দুপুরে কৃষকলীগ নেতা সামসুল আলমকে সুগন্ধ্যা নদীর পারে নিয়ে মাথায় ইট দিয়ে পিটিয়ে হত্যা করে। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুদীপ্ত দাস আসামিদের উপস্থিতিতে পলাশ প্যাদাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর, জয়নাল আবেদীন ও মরিয়ম বেগমের যাবজ্জীবন কারাদ-ের রায় ঘোষণা করেন। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
×