ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কয়রা বাঁধ ॥ সকালে আটকালেও দুপুরে বিলীন

প্রকাশিত: ০৭:০০, ৩০ মে ২০১৭

কয়রা বাঁধ ॥ সকালে আটকালেও দুপুরে বিলীন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ কয়রা উপজেলার সদর ইউনিয়নের কপোতাক্ষ নদের ঘাটাখালি ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ সোমবার সকালে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিংবাঁধ দিয়ে আটকানো হলেও দুপুরের জোয়ারের প্রবল স্রোতে তা আবার ভেঙ্গে যায়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পাউবোর কর্মকর্তাদের মারপিট করেছে। জানা গেছে রবিবার রাতে কপোতাক্ষ নদের জোয়ারের প্রবল পানির চাপে পাউবোর ১৩-১৪/২ পোল্ডারের কপোতাক্ষ নদ সংলগ্ন ঘাটাখালি গ্রামের সোহরাব শেখের বাড়ি সংলগ্ন দুর্বল বেড়িবাঁধের প্রায় দেড়’শ ফুট জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে কয়রা সদর ইউনিয়নের ঘাটাখালি, গোবরা পূর্ব চক, হরিণখোলা ও ২নং কয়রা গ্রাম নোনা পানিতে প্লাবিত হয়ে পড়ে। যার ফলে তিন শতাধিক মৎস্য ঘের, চলতি আউশ মৌসুম ধান, পুকুরের মাছসহ বিভিন্ন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সোমবার সকালে স্থানীয় জনসাধারণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধের স্থানে রিংবাঁধ (বিকল্প বাঁধ) দেয়। কিন্তু দুপুরের জোয়ারে তা ভেঙ্গে গিয়ে জোয়ারের পানিতে আবারও নতুন করে এলাকা প্লাবিত হয়। কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি ঘাটাখালি বেড়িবাঁধের টেন্ডার সম্পন্ন করে পানি উন্নয়ন বোর্ড। টেন্ডারের পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ঠিকাদার পাঠাতে অনুরোধ করা সত্ত্বেও সময়মত বাঁধের কাজ না করায় ঘাটাখালি বেড়িবাঁধ ভেঙ্গে মানুষের চরম ক্ষতি হয়েছে। তিনি জরুরী ভিত্তিতে ভেঙ্গে যাওয়া বাঁধ নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন। খুলনায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন উপলক্ষে সোমবার নগরীর শিববাড়ী মোড়ে নৌবাহিনীর ব্যবস্থাপনায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি, এয়ার অফিসার কমান্ডিং, বিমান ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে দিবসটির উদ্বোধন করেন। পরে নিহত শান্তিরক্ষীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার কমোডর শামসুল আলম, এনইউপি, এনডিইউ, পিএসসি স্বাগত বক্তৃতা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (সদর) ফজলুর রহমান ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের খুলনা সাবঅফিসের প্রধান মাহফুজ আলম। অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বাংলাদেশ জাতিসংঘের সংস্থাসমূহ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও বিএনসিসি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তি রক্ষীদের অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২৯মে দিবসটি পালন করা হয়।
×