ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্যাতনের শিকার গৃহবধূ মৃত্যুও সঙ্গে লড়ছে

প্রকাশিত: ০৭:০০, ৩০ মে ২০১৭

নির্যাতনের শিকার গৃহবধূ মৃত্যুও সঙ্গে লড়ছে

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ফুলবাড়িতে নাজমা নামের গৃহবধূকে নির্মম নির্যাতন করা হয়েছে। গৃহবধূ নাজমা এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন। জানা গেছে, ফুলবাড়ি উপজেলার প্রাণকৃষ্ণ গ্রামে একরামুল হকের (৪২) সঙ্গে দুই দশক আগে বিয়ে হয় সদর উপজেলার হলোখানার মদাজালপাড়া গ্রামের নাজমা বেগমের। বিয়ের পর থেকেই নাজমার বাবার বিশাল সম্পত্তির ওপর দৃষ্টি পড়ে একরামুলের। দীর্ঘদিন থেকে সে তার স্ত্রী নাজমার ওপর যৌতুকের দাবি করে, বিভিন্ন কারণে শুরু হয় নির্যাতন। ধীরে ধীরে তার ওপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি পায়। এভাবেই তিন সন্তানকে নিয়ে তাদের সংসার চলতে থাকে। সম্প্রতি বাবার সম্পত্তির অংশ থেকে নাজমা এক লাখ ১৫ হাজার টাকা স্বামীকে এনে দেন। কিন্তু এতে দাবি পূরণ হয় না একরামুলের। তারপরও কথায় কথায় চলে শারীরিক নির্যাতন। স্বামীর সব নির্যাতন নীরবেই সহ্য করে গৃহবধূ নাজমা। এনিয়ে কয়েকবার বসে গ্রাম্য সালিশ। রবিবার দুপুরে একরামুল স্ত্রীর নাজমার কাছে আবারও এক লাখ টাকা তার বাবার বাড়ি থেকে আনতে বলে। এতে নাজমা অপারগতা প্রকাশ করলে শুরু হয় মারধর আর নির্যাতন। একপর্যায়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে গৃহবধূ নাজমা। এলাকাবাসী বাবার বাড়িতে খবর দিলে নাজমার ভাই ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ওই রাতে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। গৃহবধূ নাজমার মেয়ে ইয়াছমিন জানায়, তার বাবা বিনা কারণে মাকে মারধর করেন। ঘটনার দিনে অমানুষিকভাবে মেরেছিল তাকে। এলাকার ইউপি সদস্য এমদাদুল হক জানান, আমার একরামুল প্রায়ই তার স্ত্রীর সঙ্গে এমন করে আসছিল। আমি চাই অপরাধীর শাস্তি হোক। ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ জানান, লোকমুখে শুনেছি নির্যাতনকারী একরামুল মাদকসেবনকারী এবং বাজে প্রকৃতির লোক। তার ভাই মেম্বার এমদাদুল হকের অভিযোগ পেয়েছি। নির্যাতিত গৃহবধূ সুস্থ হলে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে।
×