ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় মেলা ও ঈদ উপলক্ষে জামাইদের এবার পোয়াবারো

প্রকাশিত: ০৭:০০, ৩০ মে ২০১৭

বগুড়ায় মেলা ও ঈদ উপলক্ষে জামাইদের এবার পোয়াবারো

সমুদ্র হক, বগুড়া অফিস ॥ শেরপুর অঞ্চলের জামাইদের এবার মহা সুদিন। ঈদের অনেক আগেই নতুন পোশাক পাচ্ছে। ঈদের প্রাপ্তিযোগ তো আলাদা তোলা আছে। জামাইদের প্রথম প্রাপ্তি কেলা-পোশীর মেলা ঘিরে। এই মেলার আরেক নাম জামাইবরণ মেলা। এবার জামাই বরণের পালা শুরু হয়েছে পবিত্র রমজান মাসের শুরুতেই। প্রতিবছর জ্যৈষ্ঠের দ্বিতীয় রবিবার তিনদিন থেকে সাত দিনের এই মেলা শুরু হয়। এবার মেলার প্রথম দিন রমজানের প্রথম দিন হওয়ায় পরের দিনে সোমবার মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। সেই হিসাবে সোমবার মেলা শুরু হয়েছে। তবে আয়োজনে এবার কিছুটা ব্যত্যয় ঘটেছে। তাই বলে জামাই বরণে কোন ঘাটতিই নেই। জামাই যেন মুখ বেজার করে না থাকে সে জন্য শ্বশুরবাড়ির লোকজন আগে থেকেই ব্যবস্থা নিয়েছে। সঙ্গে খানিকটা বিপাকেও পড়েছে। মেলায় জামাই বরণ করার এক মাসের মধ্যেই ঈদ। ঈদেও তো বরণ করতে হবে কিছু না কিছু দিয়ে। তাই জামাইদের জন্য কেনাকাটার পালা এবার ডবল। জামাইরা কমে যায় না। ঠোঁটের কোণে হাসি দিয়ে অপেক্ষায় থাকে। দেখি শ্বশুরবাড়ির লোকজন কী করে। পাশাপাশি ভাল জামাইও আছে। তারা শ্বশুরবাড়ির লোকজনদের কোন চাপে ফেলছে না। উল্টো মেলায় যে বড়মাছ, মৌসুমি ফলফলাদি, দই, মিষ্টি উঠছে তা কিনে নিয়ে যাচ্ছে শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনদের জন্য। এর মধ্যেই সবচেয়ে বেশি আনন্দে আছে শ্যালিকারা। জামাইরা ডবল পাবে শ্যালিকারা পাবে না, তা কি হয়! তাদের আব্দারও এবার ডবল। বগুড়ার শেরপুর অঞ্চলে এবারের কেল্লা-পোশীর মেলা ও ঈদের পালা এক মাসের ব্যবধানে শুরু হওয়ায় গ্রামে প্রতিটি বাড়িতে আনন্দের রেশ এক মাসেরও বেশি সময় ধরে চলবে। শেরপুরের কুসুম্বি ইউনিয়নের কেল্লা ও পোশী গ্রামের মধ্যবর্তী প্রায় এক শ’ একরের এক পাথারে এই মেলা বসে। আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ॥ নিহত এক নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ২৯ মে ॥ সালিশ বৈঠকে আওয়ামী লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আবদুল কাদির (৪২) নামে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। রায়পুরা উপজেলার চাঁনপুর গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়েক বছর ধরেই এলাকার প্রভাব বিস্তার নিয়ে চাঁনপুরের আবদুল্লাহ বাড়ি ও খান্নাবাড়ির মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এক বছর পূর্বে খান্নাবাড়ির খোরশেদ মিয়াকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে পঙ্গু করে দেয় আবদুল্লাহ বাড়ির লোকজনরা। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা কবির মিয়াসহ ২৫ জনকে আসামি করে মামলা করা হয়। কয়েকদিন আগে কুয়েত প্রবাসী লিয়াকত আলী বাড়িতে এসে বিষয়টি মীমাংসা করার জন্য উদ্যোগ নেয়। সোমবার সকালে চাঁনপুরের সওদাগরকান্দি এলাকায় সালিশ বৈঠক বসে। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে খান্নাবাড়ির লোকজনের উপর প্রতিপক্ষ হামলা চালায়। এ সময় কাদির মিয়া ঘটনাস্থলেই নিহত ও ২০ জন আহত হয়। গ্রেফতার এড়াতে আহতরা নরসিংদীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
×