ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাঁচ খুন মামলার আসামির শপথ

প্রকাশিত: ০৬:৫৯, ৩০ মে ২০১৭

পাঁচ খুন মামলার আসামির শপথ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৯ মে ॥ বাঁশখালী উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে ১৩ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জেলা প্রশাসক চট্টগ্রামের কার্যালয়ে শপথ গ্রহণ করেছে। অপরদিকে হাইকোর্টে ও নির্বাচন কমিশনে রিট থাকায় সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা শপথ নিতে পারেননি। সোমবার সকাল সাড়ে ১১টায় নির্বাচিত চেয়ারমানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী। এদিকে এই শপথ অনুষ্ঠানকে ঘিরে বাঁশখালীর মানুষ অধীর আগ্রহ নিয়ে চেয়ে বসেছিলেন কয়লা বিদ্যুত প্রকল্প নির্মাণ নিয়ে পাঁচ খুনের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বিএনপি নেতা লেয়াকত আলী তালুকদার কি করেন তা দেখার জন্য। তবে বিএনপি নেতা লেয়াকত আলী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয়ে প্রবেশ করে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। কয়লা বিদ্যুত প্রকল্প নির্মাণ নিয়ে ২০১৬ সালের ৪ এপ্রিল লেয়াকত বাহিনীর সঙ্গে পুলিশের সংঘর্ষে চার নিরীহ গ্রামবাসী নিহত হয়েছিলেন। তাছাড়া সর্বশেষ ২০১৭ এর ২ ফেব্রুয়ারি নৌবাহিনী ও গ্রামবাসীর সমন্বয় সভা চলাকালে এই নেতার নির্দেশেই মোহাম্মদ আলী নিহত হয়েছিল। ৫টি হত্যার মামলারই প্রধান আসামি বিএনপি নেতা লেয়াকত আলী। ৫টি মামলার মধ্যে ২টি মামলায় পুলিশ তাকে অভিযুক্ত দেখিয়ে অভিযোগপত্র প্রদান করেছে আদালতে। ট্রেনে কাটা পড়ে দুই কিশোর নিহত সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ২৯ মে ॥ সিলেট আখাউড়া রেল সেকশনের নোয়াপাড়া রেল স্টেশনের অদূরে সিলেটগামী জালালাবাদ ট্রেনে কাটা পড়ে দুই কিশোর নিহত হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রামের আকবর খানের ছেলে ও মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তামজিদ খান (১৫) এবং একই গ্রামের ইউসুফ আলীর ছেলে রুবেল মিয়া (১৬)। খবর পেয়ে শায়েস্থাগঞ্জ রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। রমজানে খাদ্য বিতরণ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৯ মে ॥ রমজান মাস উপলক্ষে বেসরকারী সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে সোমবার সদর উপজেলার দুটি ইউনিয়নের ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়ন দুটি হলো সিংহেরবাংলা ও আমতলা। সহযোগী সংস্থা হিউম্যান অ্যাপিলের ‘রমজান ফুড প্রোগ্রাম’-এর সহযোগিতায় গর্ভবতী, প্রসূতি, প্রতিবন্ধী, বিধবা এবং অতি দরিদ্রদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলার পিটুয়া গ্রামে খাদ্যসামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কামরুজ্জামান মিয়া, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া ও প্রকল্প পরিচালক কাজী ছহুল আহমেদ প্রমুখ। যৌন হয়রানির দায়ে বাধ্যতামূলক ছুটি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাদিকুর রহমানকে। বিষয়টি নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, ওই অধ্যাপকের বিরুদ্ধে শ্রেণীকক্ষে শিক্ষক ও ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষক কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দেয়ার পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুর রহমান জানান, গত ১৫ মে এক চিঠিতে তাকে বাধ্যতামূলক ছুটিতে যেতে বলা হয়েছে। তবে ওই চিঠিতে কি কারণে বা কেন ছুটিতে যেতে বলা হয়েছে তা উল্লেখ করা হয়নি।
×