ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে ৩৬ ঘণ্টা পর উদ্ধার বোমা নিষ্ক্রিয়

প্রকাশিত: ০৬:৫৮, ৩০ মে ২০১৭

মেহেরপুরে ৩৬ ঘণ্টা পর উদ্ধার বোমা নিষ্ক্রিয়

সংবাদদাতা, মেহেরপুর, ২৯ মে ॥ ৩৬ ঘণ্টা পর মেহেরপুরে শক্তিশালী ইলেকট্রিক ডিভাইজ যুক্ত বোমা নিষ্ক্রিয় করেছে র‌্যাবের বোমা নিষ্ক্রিয় দল। উদ্ধার বোমার সঙ্গে ঝিনাইদহ জঙ্গী আস্তানা থেকে উদ্ধার বোমার কিছুটা মিল রয়েছে, তবে পরীক্ষা না করে পুরোপুরি বলা যাচ্ছে না বলে জানান ঝিনাইদহ র‌্যাব-৬ আঞ্চলিক কমান্ডার মেজর মনিরুজ্জামান। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা থেকে আসা র‌্যাবের বোমা নিষ্ক্রিয় দল রাইপুর গ্রামে এসে বোমাটি উদ্ধার করে বাগানে নিয়ে যায়। সেখানে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বোমা নিষ্ক্রিয় কাজে নেতৃত্ব দেন দলের প্রধান ডিএডি গোলাম মোস্তফা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা আল মাহমুদ, ঝিনাইদহ র‌্যাব-৬ আঞ্চলিক কমান্ডার মেজর মনিরুজ্জামানসহ পুলিশ ও র‌্যাবের সদস্যরা। শনিবার রাতে এই শক্তিশালী বোমাটি শনাক্ত করা হলেও বোমাটি নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল মেহেরপুরে আসে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ওই দিন বিকেলে বোমা নিষ্ক্রিয়ের কাজ স্থগিত করে র‌্যাব। পরে সোমবার সকালে আবারও র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে বোমার ধরন নিশ্চিত হয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। প্রতিবাদ গত ১৯ মে দৈনিক জনকণ্ঠে ‘ধনবাড়ী হাসপাতালে চারদিন বিদ্যুত নেই’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-১-এর এজিএম (ওএ্যান্ডএম) আবদুস সবুর। তিনি জানিয়েছেন, সংবাদটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ঝড়ের কারণে একদিন ১৪ ঘণ্টা পর লাইন মেরামত করে লাইন চালু করা হয়। বিদ্যুত বিভাগকে জানিয়েও কোন ফল হয়নি কথাটি সঠিক নয়।
×