ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে ছাত্র ইহাদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৫৮, ৩০ মে ২০১৭

কিশোরগঞ্জে ছাত্র ইহাদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৯ মে ॥ কিশোরগঞ্জে কলেজছাত্র আব্দুল্লাহ বিন-ইহাদ (১৮) হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও স্বজনরা। সোমবার সকালে শহরের কালীবাড়ি এলাকায় কর্মসূচীতে নিহত কলেজছাত্র আব্দুল্লাহ বিন-ইহাদের তিন ভাই হৃদয় আহমেদ, রিয়াদ আহমেদ ও শিহাদ আহমেদ, চাচাতো ভাই রুয়েল আহমেদ, জামান আহমেদ ও আনোয়ার হোসেন ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও স্বজনরা অংশ নেয়। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, কলেজছাত্র আব্দুল্লাহ বিন-ইহাদ হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরছে না। স্বজনরা জানায়, জেলার করিমগঞ্জের নিয়ামতপুর দেওপুর কাজলাহাটির আজিজুল হকের ছেলে আব্দুল্লাহ বিন-ইহাদ করিমগঞ্জ মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্র ছিল। সে কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং জেএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। মেধাবী এই কলেজছাত্রকে গত ২৩ মে দুপুরে দেওপুর কাজলাহাটি গ্রামের লুৎফর রহমানের ছেলে প্রান্ত মিয়া ও কবির উদ্দিনের ছেলে সাদ্দাম ডেকে নিয়ে যায়। পরে কলেজছাত্র আব্দুল্লাহ বিন-ইহাদ আর বাড়ি ফিরে আসেনি। এরপর গত ২৫ মে সকালে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলার মাগুড়ী হাওড়ের বালুর মাঠ মন্ত্রীর বাজার সংলগ্ন হাওরের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। বৌদ্ধ ভিক্ষু হত্যায় তিন জঙ্গীকে আদালতে হাজির নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২৯ মে ॥ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারিতে গত বছরের ১৪ মে বৌদ্ধ ভিক্ষু উ দেমা উয়াছা ওরফে মংশৈ উ চাককে হত্যা মামলায় তিন জঙ্গীকে সোমবার বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। আসামিরা হলেন, আর্জিনা, জহিরুল হক ওরফে জসিম এবং হাসান। তাদের বাড়ি বাইশারি এলাকায়। জানা গেছে, চট্টগ্রামে সীতাকুণ্ডে ছায়ানীড়ের বাড়িতেও জঙ্গী সম্পৃক্ততায়ও তারা জড়িত বলে জানান পুলিশ। গত ৭ মার্চ কুমিল্লার চান্দিনার যাত্রীবাহী বাসে বোমা হামলার ঘটনায় জহিরুল হক ও হাসানকে এবং আর্জিনাকে তার শিশুসহ চট্টগ্রামের সীতাকু-ের আস্তানা থেকে ১৫ মার্চ গ্রেফতার করে র‌্যাব- পুলিশ। বান্দরবান পুলিশের জেনারেল রেজিস্ট্রেশন অফিসার (জিআরও) জাহাঙ্গীর আলম বলেন, সোমবার সকাল ১১টার দিকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফের আদালতে তাদের হাজির করা হয়। এ সময় আসামিদের আদালতে হাজির করার পর আদালত আগামী ১৯ জুন তাদেরকে হাজির করার আদেশ দেয়। পরে তাদের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়।
×