ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোনাদীঘি’ পরিদর্শন করল তদন্ত দল

প্রকাশিত: ০৬:৫৭, ৩০ মে ২০১৭

সোনাদীঘি’ পরিদর্শন করল তদন্ত দল

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ঐতিহ্যবাহী ‘সোনাদীঘি’ পরিদর্শন করেছেন উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সোমবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের এই জলাধারের চারপাশে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ এবং দখলমুক্ত করার আবেদনের প্রেক্ষিতে এলাকা পরিদর্শন করেন তদন্ত দলের সদস্যরা। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, আরডিএ কর্মকর্তা আবুল কালাম আজাদ ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার প্রতিনিধি, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক, বোয়ালিয়া সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ ও রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক শ্যাম কিশোর রায় প্রমুখ পরিদর্শন টিমের সঙ্গে ছিলেন। স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক শ্যাম কিশোর রায় বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী সোনাদীঘি দখলমুক্ত করতে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি সোনাদীঘি পরিদর্শন করেছেন। রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা স্থানীয় সরকার বিষয়ক সংসদীয় স্থানীয় কমিটিতে বিষয়টি তোলেন। এরপরই স্থানীয় সরকার বিভাগ বিষয়টি তদন্তদের নির্দেশ দেয়। প্রসঙ্গত, ২০০৯ সালে নতুন করে সিটি সেন্টার নির্মাণের ১৬ তলাবিশিষ্ট কাজটি এনা প্রপার্টিজ পায়। চুক্তি অনুযায়ী নির্মাতা প্রতিষ্ঠান সিটি সেন্টার-সংলগ্ন সোনাদীঘির সংস্কার করে দেয়ার কথা। এছাড়া পাড়ে একটি মসজিদ, হাঁটার পথ, এমফি থিয়েটার ও তথ্যপ্রযুক্তি পাঠাগার করে দেয়ার কথা। সে জন্য পাড়ের দোকানগুলো অন্যত্র সরিয়ে নেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেগুলো সরানো হয়নি। বরং দূষণে দীঘিটি ক্রমেই নোংরা আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে।
×