ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই যুগে বিকাশ হয়নি পর্যটন খাতের

প্রকাশিত: ০৬:৫৬, ৩০ মে ২০১৭

দুই যুগে বিকাশ হয়নি পর্যটন খাতের

১৯৯২ সালে প্রথমবার পর্যটন খাতের জন্য একটি নীতিমালা তৈরি করে সরকার। কিন্তু প্রায় দুই যুগেও বিশ্বমানের বিকাশ হয়নি দেশের পর্যটন খাতের। খোদ পর্যটনমন্ত্রীর দাবি, সময়মতো আর প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা না থাকায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পর্যটনশিল্প। যদিও বিশ্লেষকরা মনে করেন, জাতীয় বাজেটে যথাযথ গুরুত্ব পাওয়া উচিত খাতটি। অফুরন্ত সম্ভাবনাকে কাজে লাগানোর আশায়, ২০১৬ সালকে পর্যটন বছর ঘোষণা করেছিল সরকার। সেজন্য চলতি অর্থবছরে বাজেটে ১শ’ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু এই অর্থ খুব একটা গতি আনতে পারেনি পর্যটন খাতে। সফল হয়নি পর্যটনবর্ষ। শুধু সম্ভাবনার গল্প বললেও বাস্তবে এখনও অনেক অবহেলিত এই খাত। জাতীয় উন্নয়নে ৪ শতাংশের বেশি অবদান রাখা খাতটির উন্নয়নের চিত্র খুবই হতাশার। পর্যটনমন্ত্রীও স্বীকার করলেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ আর তা সুষ্ঠু ব্যয়ে এখনই নজর না দিলে এগুবে না পর্যটন খাত বরং পিছিয়েই যাবে। -অর্থনৈতিক রিপোর্টার নওগাঁয় বোরো চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন সোমবার সকাল ১০টায় নওগাঁ সদর খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে চলতি বোরো মৌসুমের চাল সরকারিভাবে সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। মোঃ আবদুল মালেক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবদুস সালাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম, সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ুমসহ খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, মিল মালিক এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে নওগাঁ জেলায় মোট ৪৩ হাজার ৭৭০ মেট্রিক টন বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিদ্ধ চাল ৪২ হাজার ২৫০ মেট্রিক টন এবং আতপ চাল ১ হাজার ৫২০ মেট্রিক টন। জেলার ১ হাজার ২০০ জন মিলারের কাছ থেকে এই পরিমাণ চাল সংগ্রহ করা হবে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক নিশ্চিত করেছেন। -নিজস্ব সংবাদদাতা, নওগাঁ
×