ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদ্যুত বিতরণ ব্যবস্থার উন্নয়নে ৬১ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

প্রকাশিত: ০৬:৫৫, ৩০ মে ২০১৭

বিদ্যুত বিতরণ ব্যবস্থার উন্নয়নে ৬১ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

স্টাফ রিপোর্টার ॥ দেশের বিদ্যুত সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে ৬১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার ৮০৪ কোটি টাকা (প্রতি ডলার ৭৮ টাকা হিসেবে)। বাংলাদেশ পাওয়ার সিস্টেম এনহ্যান্সমেন্ট এ্যান্ড এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্পে এ অর্থ ব্যয় করা হবে। জুলাই ২০১৬ হতে জুন ২০২০ এই চার বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে। সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি। এ সময় এডিবি ও ইআরডির উর্ধতন কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কাজী শফিকুল আযম বলেন, এটি এক বিলিয়ন ডলারের (১০৫ কোটি ৭৫ লাখ ডলার) প্রকল্প, যা দেশের বিদ্যুত ব্যবস্থার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। আমাদের প্রেক্ষাপটে তাই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পিজিসিবি, ডেসকো এবং বিআরইবি- এই তিন বাস্তবায়নকারী সংস্থার মধ্যে সমন্বয়। কাজুহিকো হিগুচি বলেন, এ প্রকল্পে অর্থায়ন করতে পারাটা এডিবির জন্য গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে প্রায় ১০ লাখ পরিবার বিদ্যুত সুবিধার আওতায় আসনে। এসব পরিবারের অধিকাংশই গ্রামাঞ্চলের বাসিন্দা। এছাড়া প্রকল্পটি ঢাকার বর্ধিত বিদ্যুত চাহিদা মেটানো এবং বিতরণ ব্যবস্থার উন্নয়নে সাহায্য করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের প্রাক্কলিত সর্বমোট ব্যয় ১০৫ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার। এর মধ্যে এডিবি দেবে ৬১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার এবং অবশিষ্ট ৪৩ কোটি ৯৫ লাখ ডলার সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করা হবে। এডিবি ছাড়াও এই কর্মসূচীতে সহ-অর্থায়নকারী হিসাবে জাপান ফান্ড ফর পোভারটি রিডাকশন (জেএফপিআর) শূন্যে ২ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে। এডিবির ওসিআর এবং সহজ শর্তের ওসিআর (ওসিআর কনসেশনাল) এ ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে।
×