ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেয়ার বিক্রি করবে ইসলামী ব্যাংকের কর্পোরেট পরিচালক

প্রকাশিত: ০৬:৫৩, ৩০ মে ২০১৭

শেয়ার বিক্রি করবে ইসলামী ব্যাংকের কর্পোরেট পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট পরিচালক এক্সেল ডাইং এ্যান্ড প্রিন্টিং লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির অন্যতম কর্পোরেট পরিচালক এক্সেল ডাইং এ্যান্ড প্রিন্টিং লিমিটেডের কাছে ৬ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৯১৪টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৯৬ লাখ ৬০ হাজার শেয়ার বিক্রি করবে এই কর্পোরেট পরিচালক। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে চায় প্রতিষ্ঠানটি। এই কর্পোরেট পরিচালক শেয়ারগুলো পাবলিক এবং ব্লক মার্কেটে বিক্রি করতে পারবে । ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৭১ দশমিক ৬৯ শতাংশ শেয়ার হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার লেনদেনে বস্ত্র খাতের প্রাধান্য সোমবারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে বস্ত্র খাতের কোম্পানির আদিপত্য দেখা গেছে। লেনেদেনে টপটেন ২০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে বস্ত্র খাতের। এগুলো হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, ইভিন্স টেক্সটাইল, তসরিফা ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, জাহিন স্পিনিং এবং মোজ্জাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। এর মধ্যে লেনদেনের শীর্ষ অবস্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। কোম্পানির ৪২ লাখ ২৯ হাজার ১৭৪টি শেয়ার ১ হাজার ৩৬৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১৩ কোটি ৯৬ লাখ ৯ হাজার টাকা। লেনদেনের তৃতীয় অবস্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলের ৩৭ লাখ ৮৪ হাজার ৭৭১টি শেয়ার ১ হাজার ৩০৪ বার লেনদেন হয়। যার বাজার দর ১১ কোটি ১৪ লাখ ১৯ হাজার টাকা। লেনদেনের ৬ষ্ঠ স্থানে থাকা ইভিন্স টেক্সটাইলের ৪০ লাখ ৩২ হাজার ৫৪১টি শেয়ার ১ হাজার ৪৫৩ বার লেনদেন হয়। যার বাজার দর ৯ কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×