ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতিসংঘের হস্তক্ষেপ দাবি পাকিস্তানের

প্রকাশিত: ০৬:৫০, ৩০ মে ২০১৭

জাতিসংঘের হস্তক্ষেপ দাবি পাকিস্তানের

কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে সাবজার আহমেদ ভাটের মৃত্যুতে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করল ইসলামাবাদ। পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের অভিযোগ, ভারতীয় সেনার গুলিতে সাবজারের মৃত্যু বিচার বহির্ভূত ঘটনা। শনিবার জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর মৃত্যু হয় সাবজার আহমেদ ভাট ওরফে আবু জার। খবর জি নিউজের। সরতাজ আজিজের অভিযোগ, এই ঘটনা সম্পূর্ণ মানবাধিকার বিরোধী। এর ফলে কাশ্মীরের জনমানসে পরিবর্তন আসতে পারে। এই মৃত্যুর ঘটনা পুরোপুরি বিচার বহির্ভূত। অবিলম্বে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করা উচিত জাতিসংঘের। ভবিষ্যতে যাতে এমন না ঘটে সেদিকেও নজর দিতে হবে। কাশ্মীর উপত্যকায় আরও কঠোর ব্যবস্থা নিয়েছে ভারতীয় প্রশাসন। সেখানে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) নেতা ইয়াসিন মালিককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার শ্রীনগরে নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় ইয়াসিনকে। হিজবুল কমান্ডার সাবজার আহমেদ ভাটের মৃত্যুর পর জম্মু-কাশ্মীরের যে তিনজন বিচ্ছিন্নতাবাদী নেতা হরতালে ডাক দিয়েছেন, তাদের মধ্যে ইয়াসিন মালিক অন্যতম। ব্রাজিলে নতুন বিচারমন্ত্রীর নাম ঘোষণা ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তিমের রবিবার দেশটির নতুন বিচারমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, তরকিউতো জারদিম বিচারমন্ত্রীর পদটি পূরণ করবেন। বর্তমান বিচারমন্ত্রী ওসমান সেরগালিয়োকে দেশটির ট্রান্সপারেন্সি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। দেশটির প্রধান রাজনৈতিক দল পিএমডিবি দলের সদস্য সেরগালিয়োর বিরুদ্ধে ব্রাজিলের মাল্টি বিলিয়ন ডলারের মাংস প্যাকেজিং শিল্পের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ এসেছে এবং তার তদন্ত চলছে। -সিনহুয়া
×