ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুলিশে উচ্চপর্যায়ের ১২ কর্মকর্তার রদবদল

প্রকাশিত: ০৬:৪৯, ৩০ মে ২০১৭

পুলিশে উচ্চপর্যায়ের ১২ কর্মকর্তার রদবদল

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের উচ্চপর্যাযের ১২ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এর মধ্যে ডিআইজি পদে ৫ জন ও সহকারী পুলিশ কমিশনার পদে ৭ জন। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ রদবদলের আদেশ দেয়া হয়েছে। রদবদলকৃতরা হলো, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) নিবাস চন্দ্র মাঝিকে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পুলিশ সদর দফতরে, পুলিশ সদর দফতরের ডিআইজি (চলতি দায়িত্বে) মোঃ হুমায়ুন কবিরকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (চলতি দায়িত্বে), এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) মোশারফ হোসেনকে টিএ্যান্ডআইএম এর ডিআইজি এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) এস এম রহুল আমিনকে এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে বদলিকৃতরা হচ্ছেন, উত্তরা জোনের এসি আতিকুল ইসলামকে গোয়েন্দা পূর্ব বিভাগে, ট্রান্সন্যাশনাল ক্রাইমের এসি তাপস কুমার দাসকে ডিএমপির উত্তরা জোনে, ডিএমপি হেডকোয়ার্টার্সের অর্থ ও বাজেট বিভাগের এসি মোঃ রওশানুল হক সৈকতকে ট্রাফিক-দারুস সালাম জোনে, ডিএমপির এসি (প্রশাসন-লালবাগ) মোঃ সিরাজুল ইসলামকে চকবাজার জোনে, সবুজবাগ ট্রাফিক জোনের এসি এ এস এম মুক্তারুজ্জামানকে রামপুরা জোনের ট্রাফিক বিভাগে, ডিএমপির এসি ফাতেমা ইসলামকে সাইবার সিকিউরিটি এ্যান্ড ক্রাইমে এবং ধানম-ি জোনের পেট্রল এসি মোঃ আহসান খানকে সবুজবাগ ট্রাফিক জোনে বদলি করা হয়েছে বলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) মোঃ আশরাফুজ্জামান স্বাক্ষরিত দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
×