ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জলমহালের ইজারা বাতিলের দাবিতে ৮ জুন সিপিবির সমাবেশ

প্রকাশিত: ০৬:৪৮, ৩০ মে ২০১৭

জলমহালের ইজারা বাতিলের  দাবিতে ৮ জুন সিপিবির সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৮ জুন হাওড়াঞ্চলভুক্ত উপজেলাগুলোতে জলমহালের ইজারা বাতিল এবং পানিতে মাছ শিকারের অধিকার উন্মুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জোট। ১০ জুন কিশোরগঞ্জ শহরে হাওড় সম্মেলনেরও ঘোষণা দেয়া হয়েছে জোটের পক্ষ থেকে। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে জোটের যৌথ সভায় দ্বি-দলীয় ধারার বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ার লক্ষ্যে জোরদার গণআন্দোলন গড়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অংশ নেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সাজ্জাদ জহির চন্দন, বজলুর রশীদ ফিরোজ, জাহেদুল হক মিলু, রাজেকুজ্জামান রতন, আবদুল্লাহ ক্বাফী রতন, অনিরুদ্ধ দাশ অঞ্জন এবং রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।
×