ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যবহার অনুপযোগী তেল

ফখরুদ্দীনকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৬:১৪, ৩০ মে ২০১৭

ফখরুদ্দীনকে ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারের অনুপযোগী তেল দিয়ে ইফতার আইটেম তৈরি করায় খাবার বিপণন প্রতিষ্ঠান ফখরুদ্দীন রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রমনা থানা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ওই এলাকায় ফখরুদ্দীন রেস্টুরেন্টে ব্যবহার অনুপযোগী তেল পাওয়ায় এ জরিমানা করা হয়। তিনি জানান, ফখরুদ্দীনে গিয়ে দেখা যায়, তারা পুরনো তেল ও ব্যবহার অনুপযোগী পোড়া তেল ইফতার আইটেম তৈরিতে ব্যবহার করছেন। যা ভোক্তা অধিকার আইনে অপরাধ। এজন্য প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেছে আদালত। পাশাপাশি খাবার তৈরিতে গুণগত মান রক্ষার জন্য প্রতিষ্ঠানটিকে সাবধান করে দেয়া হয়েছে।
×