ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে সংঘর্ষে নিহত ১ আহত ২০

প্রকাশিত: ২২:৩৩, ২৯ মে ২০১৭

নরসিংদীতে সংঘর্ষে নিহত ১ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী ॥ সালিশ বৈঠকে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আবদুল কাদির (৪২) নামে এক জন নিহত ও অন্ততঃ ২০ জন আহত হয়েছে। রায়পুরা উপজেলার চাঁনপুর গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়,গত কয়েক বছর ধরেই এলাকার প্রভাব বিস্তার নিয়ে চাঁনপুরের আবদুল্লাহ বাড়ি ও খান্নাবাড়ি মধ্যে দ্বন্ধ চলে আসছিল। একবছর পুর্বে খান্নাবাড়ি সামসুহাজির ছেলে খোরশেদ মিয়া (৩৫) কে পিটিয়ে হাত পা ভেঙ্গে পঙ্গুকরে দেয় আবদুল্লাহ বাড়ির লোকজনেরা। এ ঘটনায় আওয়ামীলীগ নেতা কবির মিয়া সহ ২৫ জনকে আসামি করে মামলা করা হয় ।কয়েক দিন আগে কুয়েত প্রবাসি লিয়াকত আলী বাড়িতে এসে বিষয়টি মিমাংসা করার জন্য উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে সোমবার সকালে চাঁনপুরের সওদাগরকান্দি এলাকায় সালিশ বৈঠক বসে। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে সামসু হাজির লোকজনের উপর প্রতিপক্ষরা হামলা চালায়।এসময় রহিম ধরের ছেলে কাদির মিয়া ঘটনাস্থলেই নিহত ও অপর ২০ জন আহত হয়। পুলিশী গ্রেফতার এড়াতে আহতরা নরসিংদী সহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম জানান এলাকাটি দুর্গমচরাঞ্চল বিধায় প্রায়ই ওইখানে মারামারির ঘটনা ঘটে থাকে। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
×